আমাদের কথা খুঁজে নিন

   

মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতের যাত্রী পরিবহণ বাসের অবস্থা দেখুন ছবি সহ।

এমন ভাবে আমারক ব্লক করা হোক যেন ভিসিটর হয়েও ব্লগে আসতে না পারি। কুয়েতে বিদেশী শ্রমিকদের ভ্রমণের অন্যতম মাধ্যম হলো বাস, আমাদের দেশে সাধারণত লোকাল রুটে বাস পরিচালনায় প্রতিটি বাসে তিন জন দেখা যায় , যেমন - বাস চালক, বাসের ভাড়া তোলার জন্য এক জন, বাস হেল্পার যিনি দরজায় দাড়িয়ে সারাক্ষণ চিৎকার করতে থাকে, এই জায়গা, ঐ জায়গা ইথ্যাদি, কিন্তু কুয়েতের অভ্যন্তরীণ রুটে বাস সমুহে শুধু মাত্র এক জন চালক ছাড়া আর কেউ থাকে না, কুয়েতে বাস ভাড়া নিদিষ্ট, যেখানে যান দুরে বা কছে, বাসে আরহণ করার পর পর ভাড়া পরিশোধ করতে হয়, ভাড়া পয়াসা চালক নিজে নিয়ে থাকেন ও চালক যাত্রীদের একটি টিকেট দিয়ে থাকেন, কুয়েতের বাস সমুহ নিদিষ্ট বাস ষ্টপ ছাড়া কোন অবস্থায় পথের মাঝখানে থামানো হয়না, বর্তমানে কুয়েতে এসি ছাড়া কোন বাস নেই, যদিও অনেক আগে এসি ছাড়া বাস ছিল কুয়েতে, আমি যখন ২০০৬ সালে কুয়েতে আসি তখন কিছু কিছু এসি ছাড়া বাস দেখেছি, কুয়েতে বাস সমুহে কোথায় যাবে সেই স্থানের নাম লেখা থাকে না, কিন্তু নাম্বর লেখা তাকে প্রতিটি বাসে, নাম্বার দেখে যাত্রীদের চিনে নিতে হয় বাসটি কোথায় যাবে। বাসের নাম্বার দেখে বাসটির কোথা যাবে বা কোথা হতে আসতেছে তা চিনে নেওয়া খুবই কটিন হয় নতুনদের জন্য , এই নাম্বার সিষ্টাম কারণে আমি নিজেও বহুবার বিপদে ও অসুবিধায় পড়েছি। চলন্ত বাসকে যাত্রীর নিদিষ্ট গন্তব্যে থামাতে বাসের ভিতর সুইস সিষ্টাম সংকেত ব্যাবস্থা আছে, সুইচটি টিপলে চালক বুঝতে পারবে কোন যাত্রী সামনের বাস ষ্টপে নামবে, প্রতিটি বাসে অটোলক সিষ্টাম দরজা থাকে ও ছোট বড় প্রতিটি বাসে দুটি দরজা তাকে, ছোট বাচ্চারা ও স্কুল ষ্টুডেন্ট প্রি যাতায়ত করতে পারে, কুয়েতে বাস ভ্রমণের জন্য দুই রকম টিকেট পাওয়া যায়, প্রতিটি ট্রিপ ভ্রমণের জন্য ও মাসিক সিষ্টাম , মাসিক সিষ্টাম টিকেট গুলো তুলনা মুলক অনেক সস্তা, দুই রকম মাসিক টিকেট পাওয়া য়ায়, ১) একটি নিদিষ্ট রুটে ২) সবগুলো রুটে মাসিক সেষ্টম টিকেট গুলো নিয়ে ইচ্ছমত যতবার ইচ্ছা ততবার ভ্রমণ করার সুযোগ পায় যাত্রীরা, প্রতিটি ট্রিপ সিষ্টাম ভ্রমণের জন্য ভাড়া কুয়েতের মুদ্রার ০.২৫০ পিলস পরিশোধ করতে হয়, যার বাংলাদেশী মুদ্রায় হিসাব করলে দাড়ায় ৭৫ টাকা। যা ২০০৬ সালে ছিল ০.১৫০ ফিলস এবং ২০০৯ সালের দিকে ০.২০০ ফিলস করা হয়।

কুয়েতে ব্যাক্তি মালিকানাধীন যাত্রী পরিবহন বাস নেই, তিনটি যাত্রী পরিবহন কোম্পানী রয়েছে কুয়েতে। ১) কে,পি,টি,সি, ২) সিটি বাস ৩) কেজি, এল। কে,পি,টি ( কুয়েত পাবলিক ট্রাসপোর্ট) এই কোম্পানীটি হলো সর্বোচ্চ বৃহত্তম যাত্রী পরিবহন কোম্পানী, এই কোম্পানীর বাস সমুহ সৌদিয়া আরবে ওমরা ও বড় হজ্জর যাত্রী পরিবহন করে। কুয়েতে প্রতিটি বাস ষ্টপে বাস কোম্পানী গুলো নিজ খরচে যাত্রী চাউনি তৈরী করেন , সেখানে যাত্রীদের বসার ব্যাবস্থা করা হয়, ও প্রতিটি বাস ষ্টপে সাইন বোর্ড আকারে বাস নাম্বার লেখা থাকে ঐ ষ্টাপে কোন কোন নাম্বার বাস থামবে, বাস গুলো যাত্রীর জন্য কোন অবস্থায় অপেক্ষা করেনা, শুধু মাত্র যারা ষ্টপে দাড়ানো থাকবে তাদের নিয়ে রওনা দেন, আমাদের দেশের মত কুয়েতেও মহিলা যাত্রীদের জন্য বাসে নিদিষ্ট সংরক্ষিত আসন আছ, যাতে মহিলার সিট কথাটি ইংরেজী ও আরবীতে লিখা থাকে। কে,পি,টি,সি কোম্পানীর একটি বাসের ছবি।

কুয়েত সিটি বাস কোম্পানির বাসের একটি ছবি। কুয়েত ( কে,জি,এল) কোম্পানির বাসের একটি ছবি, কুয়েতের পুরানো যাত্রী বাসের একটি ছবি, যা এখনো কিছু কিছু দেখা য়ায় রাস্তায় । বাস ষ্টপের একটি ছবি। যেখানে যাত্রীরা বাসের জন্য অপেক্ষা করেন। যাত্রীরা বাসে আরহণের একটি দৃশ্য।

কুয়েতের সিটি বাস কোম্পানীর ছোট একটি বাস। কুয়েতের বাস ষ্টপের আরো একটি ছবি। বাস ষ্টপের আরো একটি ছবি যেখানে যাত্রীরা বাসের জন্য অপেক্ষা করতেছে। কুয়েত ( সিটি বাস) কোম্পানীর বাসের যাত্রী টিকেটের একটি ছবি। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.