আমাদের কথা খুঁজে নিন

   

ইন্ডিয়া নিপাত যাক। আমার সার্বভৌমত্ত মুক্তি পাক।

ভালো হইতে পয়সা লাগে না অনেক কিছুই লিখতে ইচ্ছা হয়। কিন্তু লিখতে পারি না। বলতে ইচ্ছা হয়। বলতেও পারি না। চিৎকার করে প্রতিবাদ করতে ইচ্ছা হয়, বাধা দিতে ইচ্ছা হয়, সেটাও পারি না।

আমাদের সবচেয়ে বড় সমস্যা আমরা খুব তারাতারি বিভক্ত হয়ে পরি। বিভিন্ন ইস্যুতে দুই ভাগে বিভক্ত হয়ে নিজেরাই মারামারি করি। কখনও বিএনপি আওয়ামিলিগ, কখনও আস্তিক নাস্তিক কখনও প্রাইভেট ইউনিভার্সিটি পাবলিক ইউনিভার্সিটি কখনও আর্জেন্টিনা ব্রাজিল কখনও ছাগু ভাদা কখনও বা ইন্ডিয়া পাকিস্তান একবারও কি পারি না নিজেদের সার্থে দেশের সার্থে সবাই এক হতে? * বাংলাদেশের জামদানি, ফজলি আম, ইলিশ মাছ, রয়েল বেংগল টাইগার সহ প্রায় ৬৬ টি নিজস্ব্ব পন্য ইন্ডিায়া তাদের নামে পেটেন্ড করে ফেলতেছে। * নিরাপত্তার নামে পাখির মত একের পর এক দেশের মানুষ মারতেছে। * একের পর এক নদির পানি আটকিয়ে বাধ দিচ্ছে হাসি মুখে।

* বানিজ্য ঘাটতি বারতে বারতে পর্বত সম হয়ে যাচ্ছে। * ওপেন এয়ারের নামে চলছে সাংস্কৃতিক আগ্রাসন। কলকাতা তে আমাদের একটি চ্যানেলও চলে না। আর আমদের দেশে ইন্ডিয়ান চ্যানেল ছারা কোনো চ্যানেল দেখাই যায় না। * * এইদুইটা ফাকা স্টার রাখলাম আপনার জন্য।

একটু চিন্তা করেন এইরকম আর কি কি করতেছে ইন্ডিয়া? mango people নামে একটা গ্রুপ সুরু করতেছে তাদের মত করে। আজ ৩:৩০ প্রেস ক্লাবে। বন্ধের দিন। চলেন না যাই। দেশের জন্য।

আমার জন্য। আমার পরবর্তি প্রজন্মের জন্য। প্লিজ *** ইহা একটি অরাজনৈতিক পোস্ট। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.