আমাদের কথা খুঁজে নিন

   

রাজার নীতি রাজনীতিঃ পরিপ্রেক্ষিত বাংলাদেশ

মানবতাবাদীদের ভিড়ে নিজেকে অমানুষ বলেই মনে হয় .... বাংলার প্রধান দুই রাজনৈতিক দলই মধ্য বামপন্থী ধারার । অথচ , একটি কট্টর বামদের সাথে নিয়ে চলে , অপরটি কট্টর ডান পন্থীদের দাথে নিয়ে চলে । আদতে উভয়েই হিটলারের নাৎসি আদর্শের অনুসরণে নিজেদের সংগঠন পরিচালনা করে । উভয়েরই আছে পোষা বুদ্ধিজীবী যাকে কিনা তুলনা করা যায় হিটলারের Strong Society নামক শাখার সাথে , আর আছে অঘোষিত সশস্ত্র ছাত্র ও যুব শাখা যাদের তুলনা চলে হিটলারের Strong Arm নামক সন্ত্রাসী সংগঠনের সাথে । মুখে তারা সবাইই বলেন জনগণই সকল ক্ষমতার উৎস , কিন্তু ক্ষমতায় বস্লে সব ভুলে জনগণের অধিকার হরণের খেলায় মেতে ওঠেন ।

তাদের উভয়েরই Common নীতি হল দুর্নীতি । ডান ঘেঁষা দলটির যেমন বামদের সাথে লিয়াজো রাখার প্রবনতা রয়েছে , তেমনি বাম ঘেঁষা দলটিরও রয়েছে ডানদের তোষণের কুচক্রী নিকৃষ্ট নীতি । আর কট্টর ডান ো কট্টর বামদের কথা কিছু না বলাই ভালো । এদের বেশিরভাগই নাম ও প্যাডসর্বস্ব দল । এদের মধ্যে বর্ষার প্রমত্তা নদীর বৈশিষ্ট্য বিদ্যমান ।

আজ এপার ভাঙ্গে তো কাল ওপার । সাধারণ উদ্দেশ্যের অনুসারী হয়েও বামদের মধ্যে অনৈক্য সমান্তালে বিদ্যমান রয়েছে ডানপন্থীদের মাঝেও । এদেশের মানুষের উচিৎ নিজেদের জেগে ওঠা এবং দেশ ও জাতির স্বার্থে ঐক্যবদ্ধ হওয়া । রাজনীতিবিদদের দিকে তাকিয়ে থাকলে দেশ রসাতলে যাবার সাক্ষীগোপাল হয়ে থাকতে হবে । দেশকে ভালবাসলে , দেশের ভালো চাইলে , এক্ষুনি , ঠিক এক্ষুনি , দেশের তরুন সমাজকে এগিয়ে আসতে হবে সব ভেদাভেদ ভুলে , সকল জোটকে পাশ কাটিয়ে দেশ বাঁচানোর আন্দলনে ঝাঁপিয়ে পড়তে হবে ।

এর কোন বিকল্প নেই । রাজনীতিবিদেরা পচে গেছে , কি নতুন , কি পুরাতন , সবাই পচে গেছে ; ওদের থেকে ভালো আর কিছু আশা করা যায় না । দেশের তরে নির্ভীক তরুণ সমাজ জেগে উঠুক , হাল ধরুক এই ভাঙা মাস্তলের , জাতিকে ফিরিয়ে আনুক সঠিক পথে , এগিয়ে নিয়ে যাক সত্য , ন্যায় আর উন্নয়নের পথে ...... এই প্রত্যাশা করি ... প্রার্থনা করি ... দৃঢ়ভাবে বিশ্বাস করি এদেশের তরুণ সমাজ জাগবেই জাগবে ... ভাগ্যবিধাতা ও সময় তাদের সহায় হোন ......... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।