আমাদের কথা খুঁজে নিন

   

মোহিনী খেলে মনে হতে পারে মোটা আমগাছের গোড়া ধরে ঝাকি দিলে আম পড়বে

০০ একদিন কিছু না বলে আমাদের এক পাগলু উধাও , বিকালে আমরা বাস্কেট বল খেলি সেখানেও তিনি আসেন নি , ঠিক সন্ধ্যের পরে এসে হাজির , জিগাইলাম কোথায় ছিলা ? পাগলু উত্তর দিল মোহিনী নামের জিনিসটা চাকতে গেছিলাম , সবাই তো পুরাই টাসকি , কার সাথে ,কোথায় , ব্লা ব্লা , আমরা সবাই মেইন রোড ধরে যাচ্ছি চা খাব কে আর মার্কেট থেকে , সে আমাদের সাথে চোরের মত আসতেছিল , সামনে একটা বড়সর আমগাছ তাতে প্রচুর আম ঝুলতে ছিল , ও তখন আমগাছের গোড়া ধরে ঝাঁকি দেওয়া শুরু করল , জিগালে উওর দিল গাছের গোড়া ধরে ঝাকি দিতাছি আম পড়বে , তবে পাঁকা আম পড়লে তাকে দিতে হপে এখনতো দেখতেছি দেশে মন মোহিনীর মেলা চলছে ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।