আমাদের কথা খুঁজে নিন

   

সাভার ট্র্যাজেডি : রানাকে বাচাঁতে দূর্বল মামলা।

সামু ব্লগ ভালবাসি। নিয়মিত ব্লগ পড়ি। আজ সকাল থেকে ১৮ জনের মৃতদেহ উদ্ধার, মৃতের সংখ্যা দাড়ালো ৫০৪ এ। দেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ভবন ধ্বসের ঘটনা, কিন্তু যার কারণে ঘটলো সে সরকারদলীয় ক্যাডার বলে তাকে বাচাঁতে সরকার যেন মরিয়া। রানা প্লাজার মালিক সোহেল রানাসহ অন্যদের বিরুদ্ধে আইনের যথাযথ ধারার বদলে দুর্বল ধারায় মামলা করা হয়েছে।

ভবন মালিক রানা যুবলীগ নেতা বলেই সবচেয়ে কম শাস্তি রয়েছে খুঁজে খুঁজে এমন ধারায় মামলা করেছে সাভার থানা পুলিশ। মাননীয় প্রধানমন্ত্রী ও নানক সাহেব তো অস্বীকার করেছিলেন যে রানা যুবলীগের কেউ নয়। সংসদে একটি লিষ্ট ও দেখিয়েছিলেন। আর নানকের কাছে প্রাপ্ত লিষ্ট যে ভূয়া এবং তড়িগড়ি করে বানানো হয়েছিল তা সহজেই সাংবাদিকরা বুঝতে পেরেছিলেন কারণ ওটাতো কোনো তারিখ দেয়া ছিলনা! আর তার গডফাদার (জাতীয় বীর বলে যিনি নিজেকে পরিচয় দেন) মুরাদ জং নাকি রানার সাথে ঘনিষ্ট না, এরকম চুমু নাকি তিনি সবাইকে দেন! পরে অবশ্য জনগণের রোষানলে পড়ে বাধ্য হয়েছেন নেত্রী দলীয় ক্যাডার রানাকে গ্রেফতার করতে। সাভারের ত্রাস, মাদক ব্যবসায়ী, সরকারী ভূমি দখলকারী এই সোহেল রানার সাজা হতে পারে ২ থেকে ৫ বছরের জেল।

তাও আবার সেটা বাস্তবায়ন হবে যদি তার বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয়। আর যদি সাক্ষ্য প্রমাণ না পাওয়া যায় তাহলে হয়তো গ্রেফতারের কয়েক মাসের মধ্যে জামিনে ছাড়াও পেয়ে যেতে পারেন। এমনটিই ধারণা আইন বিশেষজ্ঞদের। যুবলীগ নেতা রানাসহ ৫ জনের বিরুদ্ধে থানায় দণ্ডবিধির যেসব ধারায় মামলা করা হয়েছে তাতে এমন চিত্রই দেখা যায়। রানা প্লাজার মালিক সোহেল রানার বিরুদ্ধে সাভার থানায় দণ্ডবিধির ৩৩৭, ৩৩৮, ৩০৪/ক ও ৩৪ ধারায় মামলা করেছে পুলিশ।

দণ্ডবিধির ৩০৪/ক ধারায় বলা হয়েছে, বেপরোয়া বা অবহেলাজনিত কাজের ফলে যদি কাহারও মৃত্যু ঘটে তবে যে ব্যক্তি অবহেলাভরে কাজ করেছিলেন সে ব্যক্তি অনুর্ধ্ব ৫ বছর কারাদণ্ডে দণ্ডিত হবেন। দণ্ডবিধির ৩৩৭ ধারায় বলা হয়েছে, বেপরোয়াভাবে বা তাচ্ছিল্য সহকারে কাজ করে আঘাত দান করে যার কারণে ওই ব্যক্তির সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড হবে। দণ্ডবিধির ৩৩৮ ধারায় বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি কোনও কাজ বেপরোয়াভাবে বা তাচ্ছিল্য সহকারে সম্পাদন করিয়া গুরুতর আঘাত দান করে যে কারণে মানুষের ব্যক্তিগত নিরাপত্তা বিপন্ন করিয়া তোলে, সেই ব্যক্তির সর্বোচ্চ দুই বছর পর্যন্ত কারাদণ্ড হবে। চিন্তা করে দেখুন রাজনীতির কি অবস্থা! এই রানার মত দেশের সকল রানাদের উপযুক্ত শাস্তি দিতে হবে। নাহলে এ ধরনের Human Induced hazard/disaster ঘটতেই থাকবে বাংলাদেশে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।