আমাদের কথা খুঁজে নিন

   

ঘুরে আসুন... দেশের দ্বিতীয় সুন্দরবন রাতারগুল থেকে...

আল ইজ ওয়েল রাতারগুলকে স্থানীয়রা নাম দিয়েছেন "সুন্দরবন"। সিলেট শহর থেকে মাত্র ১ ঘন্টার দূরত্ব। । ১। যাওয়ার পথে এমন দৃশ্য দেখে গেয়ে উঠলাম- "এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি।

" ২। পৌছে গেলাম রাতারগুলের দ্বারপ্রন্তে। ৩। সামনে সুন্দরবন (রাতারগুল ফরেস্ট) আর তার পেছনেই ভারতের মেঘালয়ের পর্বতমালা। ৪।

ভিজে যাওয়ার ভয়ে সবাই প্যান্ট গুটিয়ে নিলাম। ৫। মটরঘাট বাজার কমিটি আমাদের স্বাগত জানাল। ৬। ২ টা নৌকা ভাড়া করে আমারা ১০ জন যাত্রা শুরু করি।

৭। এই হচ্ছে রাতারগুল ফরেস্টের প্রবেশদ্বার। ৮। মাঝে মাঝে সাপের দেখা পেতে পারেন। না, এই সাপ আমাদের কেউকেই কামড়াতে আসেনি ৯।

এই গাছ মাথা নুইয়ে আমাদের স্বাগতম জানাল। ১০। তারপর মন ভরে সৌন্দর্য আহরনের পালা। ১১। এমন গাছ পেয়ে তাতে চড়ার লোভ সামলাতে পারলনা কেউ।

১২। আর আমি এমন পরিবেশে একটু ঘুমিয়ে নিলাম। ১৩। আমাদের সাথে দেখা হল বক এবং মহিষের। ১৪।

আমাদের পিছনেই স্রোতোস্বিনী চেঙ্গের খাল। ১৫। যে আমাদের গ্রুপ ছবিটি তুলছিল তার পায়ের পাশেই ছিল এই ভয়ংকর জোঁকটি। ১৬। ফেরার পথে বিদায় জানালো আমাদের।

১৭। শুধু বলে এলাম- ভালো থেকো রাতারগুল, আবার দেখা হবে... ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.