আমাদের কথা খুঁজে নিন

   

ফিরে আসুন প্রিয় জুল ভার্ন,ফিরে আসুন।

স্বাগতম বেশ কয়েকমাস যাবত আমি জুল ভার্ণের কয়েকটি লেখা পড়ে আসছি। বেশ ভালোই লাগছিল। অমায়িক এই ব্লগারের সব লেখা আমার পড়া হয়নি। তাই ধারাবাহিকভাবে পুরানো লেখাগুলি দেখছিলাম। জুলভার্নকে আমি কখনও বাজে ভাষা ব্যবহার করতে দেখিনি বা কাউকে আক্রমন করে মন্তব্যও দিতে দেখিনি,কিন্তু হঠাৎ দেখি তিনি তার সকল পোস্ট মুছে দিয়েছেন।

আমার মনে হয় তাঁর মতো যাদের আত্মসম্মানবোধ আছে তারা সব বুঝে যান। তার সর্বশেষ পোষ্টে মন্তব্য নেয়া বন্ধ করার পর থেকেই আমি তার কিছুটা আচ করে ছিলাম। তিনি তার পোষ্টগুলি মুছে দিয়ে প্রফাইলে লিখে রেখেছেন” সামু,আমার প্রিয় সামু-প্রত্যাশা পুরণে ব্যার্থতার ভাবে নূহ্য! বর্তমান সামু কোনো দিন প্রত্যাশিত ছিলনা-তাই আপাতত সামু চর্চা বন্ধ। আপাতত সামু নষ্টদের দখলেই থাকুক। যদি মডারেটর চান-তাহলেই সামু আবার ফিরে আসবে স্বমহিমায়, ফিরে আসবো আমিও অনেকের মতই।

ভালো থেকো প্রিয় বন্ধুরা। সকলের জন্য শুভ শুভ কামনা। “ অর্থাৎ বল এখন সামুর মডারেটরদের কোর্টে। আমরা কি এই বলিষ্ট ব্লগারকে ফিরে পাবো নাকি বলবো সামুতে ব্লগিং করার ইচ্ছাই নষ্ট হয়ে গেল।  ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.