আমাদের কথা খুঁজে নিন

   

সাভার ট্র্যাজেডির মৃতদের স্মরণে

শাফিক আফতাব--------- মূলত তোমরাই বাংলাদেশের চাকা ঘুরায় মূলত তোমরাই প্রবৃদ্ধির সূচকের কর্ণধার মূলত তোমাদের আয় থেকে আমরা আয়েশ করি মূলত তোমাদেরই ঠকিয়ে আমরা পায়েশ খাই মূলত তোমরাই ঘেমে ঘেমে উন্নয়ণের জোয়ার আনো আর আমরা তোমাদের নিরাপত্তা দিতে পারিনা দিতে পারিনা নিরাপদ আবাসন। এ দায় কাদের ? এই দায় কেবল আমার, এই আমাদের যারা আমরা শিক্ষিত হওয়ার গর্ব করি যারা উপরিতলে বসে নীলাভ আলোয় কফিতে চুমুক দেই। মূলত আমরা সবাই কেরানি শুধু হিসেব পাতি করি, এটাকে আমি উন্নয়ণ বলিনা উন্নয়ণে উতপাদন প্রয়োজন, যেটা করো তোমরা অথচ তোমাদের ঘর্মাক্ত দেহের গন্ধে আমরা নাক ছিটকাই গেয়ো গ্রামীণ ভেবে কুকুরের মতোন তাড়াই। তোমাদের এই মৃত্যুতে আমার ভাষা নেই কেনোনা তোমাদের মতোন উন্নয়ণের ভাষা তো আমি শিখিনি তোমাদের জন্য ছলোছলো চোখে প্রভূর সকাশে দুএকটি বাক্যব্যয় ছাড়া আমাদের আর কিইবা করার আছে। ভালো থেকে সাভারের ধসে যাওয়া, দেবে যাওয়া যমপুরিতে তোমাদের আধার প্রকোষ্ঠে চিরন্তণ আলো জ্বলুক মরনোত্তর একুশে পদক নয়, প্রভূ তোমাদের আবাসন করুক একটি ফুলের বাগানে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।