আমাদের কথা খুঁজে নিন

   

অন্তঃসার শূন্য মনের সুপ্ত কান্না

১----------- অরুনোদয়ে-অজানা গন্তব্যের পথে: খেয়ালীপনায় অস্তিত্বের যোগ বিয়োগে আমার সমাধান প্রমানহীন। বেঁচে আছি উত্তরী হাওয়ার অবশেষ নিয়ে, জীবনটাকে খেয়েখুয়ে অপ্রাপ্তির খোলসে মুড়ে রেখেছে অবহেলা। আকাশ লুকায় মেঘআঁচলে, স্মৃতি হয় কাকভেজা,শ্রাবন ভেবে। অতঃপর অমোঘ নিয়তি: তবুও যাত্রাপালায় অভিনয় রঙচটা বসনে, অন্তঃসার শূন্য মনের সুপ্ত কান্না ছুয়ে যায়না ,জলহীন খরায় শুষ্ক দুনেত্র। দখিনের জানালা এখনো কুলুপসাঁটা, নির্জন রাতের মাতাল জোৎস্না,ভুলে গেছে সাথী হারা শিকড় ছেড়া শাপলা শালুকের হাসি।

কত কথাই না বাকি রয়ে গেল, ছদ্মবেশী সময়ের দুরত্বে। পরিশেষ: পুরনো হালখাতা খুলে দেখলনা কেউ হিসেবের গরমিল,সমঝোতার যোগসূত্র টানল না কেউ, অগোচরে পড়ে রইল ধূলোমাখা সুখের জীর্ণ পাতা। ২--------- তীর্থের কাক বিনম্র তেষ্টায় বৃষ্টি পান করে,কাক ভেজার ইতিহাস ভুলে। মেঘ বেচাকেনার রাত ফুরালে কিছু দিবসের আলো কিনে নিতাম, আর কিছু বনফুল,থরে থরে আলোর সোপানে কিছু ভেজা জোৎস্না। আমি হতাম গৃহত্যাগী,সন্ন্যাসী হয়ে নয়,হয়ে পৃথিবীর একজন।

মৌন প্রার্থনা করজোড়ের সীমা পেরিয়ে,অনুভবের দোরগোড়ায়। বিষন্নতার জমিনে আজ উচ্ছলতার হাসি আমি কুড়াচ্ছি,বৈশাখী আনন্দে। ভাল লাগার বর্ণহীন গোত্রহীন উৎসবের বর্ষন। আমি ভাল আছি,আমি ভিজে যাচ্ছি,ভেসে যাচ্ছি,অদ্ভুদ ভালবাসায়। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।