আমাদের কথা খুঁজে নিন

   

ফ্লেক্সিলোড ধর্মঘট এবং এক বালকের আত্ম কথা

কালকে বিকাল থেকে ফ্লেক্সিলোড দেয়ার জন্য ঘুরতেছি। কেউ দেয় না.... অ্যাট লাস্ট, একজন অতি দয়ালু দোকানদার ৫০টাকার একটা কার্ড ৭৫টাকায় আমাকে দান করতে রাজি হলেন আজকে বিকেলে। আমি সেই লোকের দয়ালু মনোভাব দেখে আবেগে আপ্লুত হইলাম , চোখে গ্লিসারিন ছাড়াই ওয়াটার আসার উপক্রম! একবার পায়ের ধুলো নেবো নাকি চিন্তা করলাম, কিন্তু এখনকার দিনে পায়ের ধুলো নিলে লোকে সন্দেহের চোখে দেখে বলে আর সেই মহান মানুষটার পায়ের ধুলো নেয়া হইল না। :'( আর কার্ডখানা হাতে পেয়ে আমার মনে হইল DV লটারি জিতছি..... :o আহা,কি আনন্দ আকাশে বাতাসে...... কিন্তু এই মাত্র আবিষ্কার করলাম আমার অ্যাকাউন্টে আর মাত্র ২ টাকা৪৩ পয়সা অবশিষ্ট আছে...... কেউ কি আছেন, কোন মহানুভব আত্মা আমাকে আর একটা ৫০টাকার কার্ড দান করে অশেষ নেকী হাসিল করবেন?!? ***আচ্ছা, মোবাইল থেকে কি কোন ভাবে মন্তব্যের জবাব দেয়া সম্ভব সামুতে?

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.