আমাদের কথা খুঁজে নিন

   

স্পর্শতে ভালবাসা গুটিয়ে যায়...

মনে পরে সেদিনের কথা? সেদিন অঝর ধারায় বৃষ্টি হচ্ছিল.. তুমি আর আমি পাশাপাশি হাটছিলাম.. একটা মাত্র ছাতা.. কিছুতেই বৃষ্টি মানছিলোনা . তুমি বৃষ্টির হাত থেকে আমাকে বাচাতে আপ্রাণ চেষ্টা করছিলে.. তুমি জানতে বৃষ্টিতে ভিজলে আমার জ্বর উঠে.. টনসিল ফুলে যায়. বৃষ্টির ছাট থেকে আমার মাথা বাচাতে তোমার কতইনা ছুটাছুটি.. তবুও সেদিন শেষ রক্ষা হয়নি- দুজনেই ভিজে চুপসে গেলাম.. বরফ শীতল ঠান্ডা পানিতে ভিজে তুমি ঠক ঠক কর ে কাপ্ছিলে.. তোমার কাপনি উপেক্ষা করে আমি মনে মনে স্বার্থপরের মত পার্থনা করছিলাম বৃষ্টি যেন কখনো না থামে..। এই পথ যেন কখনই শেষ না হয়..। বৃষ্টির কারণেই তো তোমার এত কাছাকাছি থাকতে পারছি। তোমার চুলের মিষ্টি গন্ধ পাচ্ছি..। আমার তখন খুব ইচ্ছা করছিল তোমার চুল স্পর্শ করি.. তোমার হাতে হাত রাখি.. গভির আবেগে হাত বুলিয়ে দেই তোমার গালে, ঠোটে...।

তুমি হাত স্পর্শ করতে দাওনি.. আমার হাত থেকে তোমার হাত ছাড়িয়ে নিয়ে বলেছিলে "ভালবাসা স্পর্শ করতে নেই। স্পর্শতে ভালবাসা গুটিয়ে যায়, লজ্জাবতীর মত"!! আমার সেদিন খুব অভিমান হয়েছিল তোমার উপর। ভেবেছিলাম তুমি আমাকে এড়িয়ে যাচ্ছ... আজ আমার ষাট..!! প্রায় জীবনের শেষ প্রান্তে চলে এসেছি..। এখনো ক্ষণে ক্ষণে তোমার কথা মনে হয়..। এখনো তোমাকে কাছে পেতে ইচ্ছা করে.. বৃষ্টি এলে একা একা ভিজি..।

স্বপ্ন দেখি... কোনো এক বৃষ্টি ভেজা সন্ধায় তোমার সাথে দেখা হবে..। আবার আমার মাথায় ছাতা ধরবে গভির ভালবাসায়..। আমি কথা দিচ্ছি আর কখনো তোমাকে ছোয়ার চেষ্টা করবনা.. আমি এখন বুঝতে শিখেছি ভালোবাসাকে স্পর্শ করতে নেই..। দূর থেকে তাকিয়ে দেখতে হয়..। কারণ স্পর্শতে ভালবাসা গুটিয়ে যায়... (শাহজাহান আহমেদ)  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.