আমাদের কথা খুঁজে নিন

   

নারীর মন

আমি একজন ছাত্র। নারীর মন আজ পৃথিবী নিঃস্পর্শ মরুভূমির ছোবলে , যেন জ্যান্তা মায়াবী এক বেদনার তপ্ত দেহ। কিন্তু কি করবো আমি ভেবে পায়নি সাত সাগর যে শূন্য শুকিয়ে যায়, যেন নারীর সুস্পর্শ স্তন যুগলে। যেন বা সাদা উরুর এক খন্ড মাংস পিন্ড কখনো কি ভেবেছে নারী বক্ষ তার সর্বদা উন্মুক্ত, আর যেন ঠোঁট নড়ে শব্দহীনতায় প্রবাল শিখায়। আজ আমি যে প্রোজ্জ্বল হিটলারের পটভুমি কৃষকের হাঁসি, রাখালের বাঁশি প্রেমিকের প্রেমময় প্রতীক , যেন প্রতিমূহূর্তে মনে হয় আমি এসেছি নিঃস্বর্গে ; কাদামাটি ও নিঃস্তব্ধতায় ভরা ছিল এই পরিক্রমে.........।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৩৭ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।