আমাদের কথা খুঁজে নিন

   

ভালবাসা কি তাহলে কিনতে পাওয়া যায় ???????????

শ্রাবণের রাত ঘটনার সূত্রপাত গতকাল বিকাল বেলা । বাসার জন্য বাজার করতে যাচ্ছি । গলির মুখে এক ভদ্রলোক কে দেখলাম তিনি খুব উঁচু সরে কথা বলছেন । তার কথা শুনতে না চাইলেও, শুনতে পেলাম তিনি বলছেন কষ্ট!!! কষ্ট !!! কষ্ট !!!! আর তিনি পায়ের জুতা দিয়ে শক্ত মাটি কে আঘাত করছেন । তার এমন অদ্ভুত আচরনের কারনে আমি একটু কৌতূহলি হয়ে উঠলাম ।

ভাল করে শুনে বুঝতে পারলাম বিষয়টা প্রেম-ভালবাসার । এরই মধ্যে ভদ্রলোক আমার সামনে সামনে হাঁটা শুরু করেছেন । কিছুক্ষণের মধ্য তিনি তার মোবাইল ফোনটা কে রাস্তায় আছাড় মেরে ভেঙ্গে ফেলেন । আমি কিছু না দেখার ভান করে সামনে এগিয়ে গেলাম । এমন কিছু বাজার ছিল না তাই ফিরতে দেরি হল না ।

দেখি সেই ভদ্রলোক উবু হয়ে বসে মোবাইল এর ভাঙ্গা অংশগুলো খুছেন । আমিও তার সাথে হাত লাগালাম । এক দুই কথা পরিচয় পেলাম । ভদ্রলোক নাম সোহান । ছোট একটা চাকরি করেন ।

বাড়ি মাগুরা । আমার পাশের বাসায় মেসে থাকেন । কথা বলতে বলতে আমি তাঁকে আমার বাসা নিয়ে এলাম । গল্পের ছলে জানতে পারলাম , উনি গ্রামের এক মেয়ে কে ভালবাসেন । উনি কেন বড় চাকরি করেন না এই নিয়ে আজ তাদের মধ্য ঝগড়া ।

মেয়ে কে তিনি কোন ভাবে বুঝতে পারছেন, চাকরি এমন সহজলভ্য না । যে চাইলে পাওয়া যাবে । সোহান ভাই বললেন, ‘ভাই ঐ মেয়ের কথায় আমি চাকরি করতে ঢাকা এসেছি । আমার বাবার যেটুকু জমি ছিল তাতে , আমাদের পরিবারের কোন অভাব নেই । এখন তার আরও টাকা দরকার ।

আমি কি করব ভাই ????” কথা টা শেষ করতে পারলেন না, কেঁদে উঠলেন সোহান ভাই । আমি শুধু বললাম, ভাই সে আপনাকে ভালবাসে নাকি আপনার টাকাকে ভালবাসে । ভাই নিরব হয়ে গেলেন । কিছুক্ষণ পর বললেন, ভাই মোবাইলটা তো গেল । এই মাসে আর একটা নতুন মোবাইল কিনতে গেলে তো অনেক খরচ ।

আমি তাঁকে অনেক সান্ত্বনা দিয়ে বাসায় পাঠায় দিলাম । শুধু মনের মধ্যে একটা কথা গুরতে থাকল , এমন ভালবাসার কি দরকার । যে খানে ভালবাসার চেয়ে টাকা টা প্রধান হয়ে দাঁড়ায় । তাহলে কি ভালবাসা কেনা যায় ??????? পাঠক আপনি এই প্রশ্নের উত্তর আমার চেয়ে ভাল জানেন । আজ কাল ভালবাসার অন্যতম নিয়ামক শক্তি হয়ে দাঁড়িয়েছে , I. তোমাকে স্মার্ট হতে হবে, II. ভাল ডিগ্রি ধারী হতে হবে, III. তোমাকে লম্বা হতে হবে , IV. তোমার মানি ব্যাগ স্বাস্থ্যবান হতে হবে ।

প্রথম তিনটা না থাকলে চলবে । কিন্তু চার নাম্বারটা থাকতেই হবে । আচ্ছা ভালবাসার বাজারে কি মনের কোন দাম নেই ?????? আমি এই কথা বলতে চাই না যে সত্যিকারের ভালবাসা নেই । হ্যাঁ, আছে । কিন্তু তাদের সংখ্যা এত কম যে, মাঝে মাঝে তাদের খুঁজে পাওয়া যায় না ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.