আমাদের কথা খুঁজে নিন

   

এয়ারটেলের ডিজিটাল বাঁশ, কেউ এই বিষয় নিয়ে প্রতিবাদ কেন করে না?

আমি এয়ারটেলের 3GB পেক্যাজ চালাই । এর সামান্য স্পিডের 3GB নিয়াও আমার মাসে দুইবার খরচ করতে হয় সারে ৫ শ করে । কিন্তু এখানেই বাস মারা সমাপ্ত নয় এই কোম্পানির । জদিও টাকা পেকেজ এক্টিভট করার সময় ই কেটে নেয়, পরে ব্যালেন্স ১৩ টাকার নিচে নেমে গেলে আর ইন্টারনেট ব্যেবহার করা জায় না , তখন আবার রিচার্জ করতে হয়, ধরেন রাতে আপনি কথা বলে আপনার বেলেন্স ১৩ টাকার নিচে নিয়ে আসলেন, কোন ইমারজেন্সিতেও আপনি ইন্টারনেট বেবহার করতে পারবেন না,আর এই রাতে আপনি রিজার্চ কেমতে করবেন?, এটা কোন ধরনের প্রতারন? কোন ধরনের ডিজিটাল বাঁশ? কিন্তু প্রতারনার শেষ এখানেই নয়, আপনার ইন্টারনেটের মেগাবাইট শেষ হয়ে জাবার পর/বা মেয়াদ শেষ হয়ে জাবার পর কোন নোটিফিকেশন ছারাই আপনার বেলেন্স থেকে কাটা শুরু করবে, তখন যদি আপনার বেলেন্স ৫০ টাকা বা তার বেশি থাকে কত বর বাশ আপনি খাবেন বুঝতে পারছেন? (১৩ টাকা তো বাধ্যতামুল্ক ভাবেই কাটা যযাবে,আর তখন ৫০ টাকা শেষ হতে লাগবে ৫০ সেকেন্ড) এই বিষয় টি নিয়ে কাশ্তমার কেয়ার জানালে অই আবাল রা বালের যুক্তি দেখায়, জত সব আবাল বসাইয়া রাকছে কাস্টমার কেয়ারে , আর বাধ্যতামুল্ক বিজ্ঞাপনের কথা বাদ ই দিলাম। (বানান অনেক ভুল আছে, আসা করি নিজ গুনে ক্ষমা করবেন)

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.