আমাদের কথা খুঁজে নিন

   

এয়ারটেলের সার্ভিস ভাল হবে কবে ???

নীল পাগলের দেশ থেকে এয়ারটেল : স্বনামধন্য একটি মোবাইল অপারেটর । অথচ দিনকে দিন এদের সার্ভিস জঘন্য থেকে জঘন্যতম হয়ে যাচ্ছে । আমি আমার সামনে হাতে থাকা ২ টা মোবাইল দিয়ে একটা থেকে আর একটা তে কল দিচ্ছি কিন্তু বলছে দুখিত মোবাইল টি বন্ধ আছে । আর এই ঘটনা একদিনের নয় বহুবার এরকম হয়েছে । এরপর আসি নেটওয়ার্ক এর সমস্যায় ।

মাঝে মাঝেই দেখি নেটওয়ার্ক সম্পূর্ন গায়েব , আবার কিছুক্ষন পর ফিরে আসে । যা কিনা দৈনন্দিন ঘটনা । খালি বিলের রেট কম আর নিত্য নতুন অফার না দিয়ে আগে সার্ভিসটা কে ভাল করার চেষ্টা করা উচিত । তারপর ধরুন যদি আমার পোষ্ট পেইডের ক্রেডিট লিমিট শেষের পথে চলে যায় । ভাইরে যারা পোষ্ট পেইড নামক বিপদ টা ব্য ব হার করেছেন জানেন নিশ্চয় ।

একটু পর পর মেসেজ আসে রিচার্জের জন্য তারপর আসে কল জা কিনা যে কেউ কে অতিষ্ঠ করে তুলবে মুহুর্তেই । আমার ব্যাক্তিগতভাবে মনে হয় ওয়ারিদ থাকতেই এটা অনেক বেশি ভাল ছিল । মালুদের ফাজলামির কারনে আমি খুবই ক্ষুদ্ধ । এয়ারটেলের কেউ থাকলে দয়া করে বিষয় টি নজরে আনবেন । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.