আমাদের কথা খুঁজে নিন

   

আমরা নাস্তিকরা মুনাফেক। আমরা মুখে যা বলি অন্তরে তা বিস্বাস করিনা।

I never knew how to worship until I knew how to love. একদিন ফিজিক্স স্যার পড়ালেন ব্লাক হোল নিয়ে, এর পর বল্লেন আম সোনো দুনিয়ার কোন সৃষ্টিকর্তা নাই। ধর্ম মানুষকে সব ভুল সিখায়, ধর্ম মানুষকে বেধে রাখে, আমি স্যারের কথায় মাথা নাড়ি। স্যার বল্লেন দেখ, ধর্ম নারী কে কিভাবে ঠকিয়েছে, এদের কে আব্রু করতে বলাহইছে, মেয়েদের যৌন মিলনের ব্যাপারে ব্যাপক নিষেধাগ্যা দিয়েছে। অথচ দেখো এক জন নারী ঠিক করবে সে কার সাথে সোবে। বুঝলে? আমি মাথা নাড়ি।

তার পরো মাথার ভিতরে প্রশ্ন গুলা ঘোরে, কেনো পৃথীবি বর্তুল আকার উল্লেখ থাকে কোরানে, আবার তা প্রমান হয়। কেনো লেখা হয় মহাবিশ্ব প্রতি নিয়ত বারছে, তাও প্রমান হয়। কেন লেখা থাকে সুর্য তার নিজ অক্ষের উপর ঘুরছে? কেন দোজখের আগুনে পোড়ার সময় কেবল চামড়ার বানানোর কথা বলা হয়? কেনো ডেড সি কে পৃথীবির সবচেয়ে নিচু জায়গা বলে উল্লেখ করাহয়? কেনো আকাশ এবং ভুমি এক সাথে মিশে থাকার কথা লেখা থাকে?ঐ কোরানে। আমি এগুলা সব এড়িয়ে যাই, আমাকে নাস্তিক হতে হবে। স্যারের মতে নারীরা ঠিক করবে সে কাকে যৌন সুখদেবে।

স্যারে মেয়ে হেমা আমাকে জানান দিয়েছে, সে আমার হাতে তার ভার্জিনিটি হারাতে চায়। একদিন এক সন্ধার বৃষ্টির রাতে আমি যৌনকামনায় বাসনায় উৎসর্গ করলাম ধর্ম কে, আমি নাস্তিক হয়ে গেলাম। তার পর এই কাম লিপ্সায় একে একে জেরীন, জ্যাজ, টিনা, বিনা, মিশো, রিনি.....। কত জনার সাথে যে লিলা করেছি তার কোন হিসেব নেই, আমি ভালোই আছি বিন্দাস, কোন ধর্ম নেই কোন বাধা নেই হুররে। আমি আর কিছু ভাবতে পারিনা।

এমন সময় একটা গাড়ি হেড লাইট জালিয়ে আমার সামনে দাড়ায়, এটা হেমার গাড়ি। হেমা এসে বলে আম তুমি যেখানে পারো পালাও? আমার নেশার ঘোর কাটতে থাকে। বলি, কেন? ও বলে, বাবা তোমাকে পাগলের মতন খুজছে। -কেনো? নোটন আমাদের সাথে চিট করেছে, তুমি আর আমি যে ওর বাসায় মিট করেছিলাম সেটা ও হিডেন ক্যামে রেকর্ড করে ছেড়ে দিয়েছে নেটে। সেই ভিডিও দেখে বাবা খুব খেপেছে, সে তোমাকে যেখানে পাবে সেখানে মেরে ফেলবে।

আমার তখন হেমা কে বলতে ইচ্ছে হয়, তোমার বাবাই তো আমাকে বুঝিয়েছিলো নারীর যাকে খুশি তাকে যৌন সুখ দেবার অদিকার থাকা উচিৎ, এখন এত লাগে কেনো ওনার? আর তাছাড়া উনি যখন এতই নাস্তিক গিরি ফলান, শরিয়া আইনে বিয়েই বা করেছিকেন কেনো? তোমার মা যখন পালিয়ে গিয়েছিলো অন্য নাগরের সাথে, তখন তিনি মান হানির মামলাই বা ক্যানো করেছিলেন? আমি এসব কিছুই বলি না। কারন আমি এসবের উত্তর জানি। রিনির কথাই ঠিক আমরা নাস্তিকরা মুনাফেক। আমরা মুখে যা বলি অন্তরে তা বিস্বাস করিনা? আমারা জানি কোরআন সত্য, কারন কোরআনের বহু আগের লেখা কথা এখন কিভাবে? সত্য প্রমানিত হয়। কেন, কুন শব্দটা বলতে যে পরিমান সময় লাগে সেই একই পরিমান সময়ে বিগব্যাং এর উদ্ভব ঘটে? আমরা বুঝি সবই, তাও ভেক ধরে থাকি।

কারন ধর্ম মানলেতো আর ডিজে পার্টির উদম নাচে নাচা যায়না। সেক ইট বেইবি, সেক ইট। কতটা অস্লিল কথা অবলিলায় বলাহয়ে যায় ডিজের ডান্স ফ্লোরে। ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ সংকলিতঃ Yes! but not with you । ।

লেখকঃ মেংগো পিপোল  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.