আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের সৃজনশীলতার অভাব

ব্লগার অর্থ হলো তার নিজের সৃষ্ঠিশীল চিন্তার ভাবনার আবেগ অনুভুতির বহিঃপ্রকাশ। কিন্তু বেশির ভাগ ব্লগে দেখা যাচ্ছে যে, বিভিন্ন খবরের কাগজ থেকে টুকরো টুকরো খবর কপি পেষ্ট (spam) করে এবং ছবি সহ তা পোষ্ট করছে বিভিন্ন ব্লগ সাইটে। এক প্রকার “virtual” সাংবাদিক হিসাবে কাজ করে যাচ্ছে তারা। এখানে সকলের মত প্রকাশে স্বাধীনতা আছে। কিন্তু মত যদি কপি পেষ্ট হয় তাহলে দেশ ও জাতির কোন উপকারে আসবে না এবং বেরিয়ে আসবেনা নতুন কিছু। তাই আমার সুপ্রিয় ব্লগার ভাই ও বোনেরা আসুন আমরা সকলে ”ঝেড়ে কাশি” এবং এক সাথে কন্ঠ মিলিয়ে বলি- আমরা করব জয়, আমরা করব জয়, নিশ্চয়!! আর এক সাথে জীবন ও যৌবনের গান গাই। Youth Foundation of Bangladesh  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।