আমাদের কথা খুঁজে নিন

   

দাড়ি আছে কত রকম ? কোন দাড়িতে কোন তরিকা: বুঝবো ক্যামন করে !!!!!

চিগিমিকি নামের একটা বিড়াল ছানা আমি দেশে এখন দাড়ির বড়ই কদর। এমন কি দেশ জুড়ে সয়লাব পোস্টারে পর্যন্ত দাড়ি ওয়ালা ছবি জুড়ে দিচ্ছেন খোদ আওয়ামেলীগের নেতারাই। দাড়ির এই যথেচ্ছ ব্যবহারে আমি বিভিন্ন ধর্মীয়, রাজনৈতিক ও সাম্প্রদায়িক গ্রুপ গুলারে প্রায়ই গুলিয়ে ফেলছি। কার সঙ্গে কখন ক্যামনে ভাও দিতে হবে সেক্ষেত্রে বড় ধরনের মিসটেক হয়ে যেতে পারে। তাই বিভিন্ন কাটিং এর দাড়ি ও তাদের ধর্মীয়, রাজনৈতিক এবং সাম্প্রদায়িক এবং গোপন পরিচয় সম্বন্ধে জানতে খুবই আগ্রহী।

এ বিষয়ে বিষদ জ্ঞান থাকলে পথেঘাটে চলতে মনে হয় দারুন হেল্প হবে। এমনকি আমি নিজে কখনও দাড়ি রাখলে পারফেক্ট একটা কাটিং বেছে নিতে পারতাম। তখন তাহলে অযথা সন্দেহে পড়ার ঝামেলা থেকে বাঁচতে পারতাম। তাই চাইছি অভিজ্ঞ কোন ব্লগার এই বিষয়ে বিস্তারিত একটি পোস্ট দিক। আর একটি অনুরোধ, আমার আইডিয়া অনুসারে এমন একটি পোস্ট যদি কেউ দিয়েই বসেন তাহলে, আমার এই পোস্টে এসে সেই লিখার লিংকটা দিতে অন্তত ভুলবেন না।

আইডিয়া দাতা হিসেবে এই একটা অনুরোধ। আশা করি রাখবেন। আর যদি এই বিষয়ে আগেই কোন পোস্ট হয়ে থাকে তাহলে তো আরো ভাল। প্লিজ সেই লিংকটা একটু খুঁজে দিয়ে যাবেন দয়া করে। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।