আমাদের কথা খুঁজে নিন

   

স্ট্রীট সিঙ্গারের সাথে কিছু ভালো সময়।

গ্রাস ফড়িং আজ সন্ধ্যায় ছাত্র পড়ানো শেষ করে বাসায় ফিরছিলাম। পথমধ্যে হঠাৎ চোখ, কান দুই'ই আটকে গেল। কিছু মানুষের জটলা ভেদ করে টুং টাং, খোল আর কাঠের তৈরি বিশেষ যন্ত্রের আওয়াজ ভেসে আসছিল। ভেসে আসছিল সহজ সরল প্রাকৃ্তিক এক কন্ঠের সুমধুর সুর। এই যন্ত্রিক শহরে যেখানে মানুষ নিজে নিজেকে নিয়ে ব্যস্ত সেখানে ব্যাপারটি একটু অদ্ভুদ'ই ঠেকছিল।

শেষে তাদের পাশে গিয়ে বসে পড়লাম একজন শ্রোতা হিসেবে। যেখানে বর্তমান তরুন সমাজ হিন্দি, ইংলিশ আর ভিনদেশি গানে মতাল, বাংলা গান যারা শুনতেই চাই না। সেখানে আমাকে আমি নতুন ভাবে আবিষ্কার করলাম। আবিষ্কার করলাম খালি গলাই আর সেই পুরাতন যুগের কিছু যন্ত্রে এত সুর, সুমধুর। সহজ সরল আর প্রাঞ্জল আমার বাংলা ভাষার গান।

লোকগান, মারফতি গান, জারি গান, লালনের গান। মানুষের সামান্য কিছু করুনা আর আন্তরিকতাই তাদের বাঁচিয়ে রাখে। সালাম বাংলার পথে প্রান্তরের এ অবহেলিত শিল্পিদের। ভালোবাসি আমার বাংলাকে, ভালোবাসি এ অকৃত্রিম শিল্পিদের। ঘৃণা করি ভিনদেশি গানকে।

আজ আমার কাটানো এ যান্ত্রক শহরে কিছু ভালো সময়। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.