আমাদের কথা খুঁজে নিন

   

অন্য লোকের লেখা পড়ে সুশীল-ছাগু ভাগ কর....তোমরা যারা বুড়োখোকা ছাগু'র মত কাজ কর || তার বেলা....?

তুমি আমার জল-স্থলের মাদুর থেকে নামো.....তুমি বাংলা ছাড়ো !!! সদ্য সমাপ্ত টি-২০ বিশ্বকাপে 'পাকিস্তান বনাম ভারত' ম্যাচ চলছিল। আমি স্বভাবতই খেলার সময় ফেসবুকে বসে স্ট্যাটাস দিচ্ছিলাম। দেখলাম আমার অতি পরিচিত এক ভাই তার স্ট্যাটাসে লিখেছেন যে তিনি ঐদিন পাকিস্তানকে সমর্থন করছেন। হেসে কিছু কমেন্ট করব এমন সময় তার স্ট্যাটাসে একজনের কমেন্ট দেখে আমার চক্ষু ছানাবড়া। ঐ ম্যাচে পাকিস্তানকে সমর্থন করে উনি কতবড় দেশদ্রোহী কাজ করেছেন এবং ভারতকে সমর্থন করা তার কতখানি নৈতিক দায়িত্ব ছিল তা খিস্তি সহকারে জানিয়ে স্ট্যাটাসদাতা'র জ্ঞাননেত্র বিকশিত করলেন।

শ্রদ্ধাবনতে তার পদপ্রান্তে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট অর্পণ করতে গেলাম। গিয়ে দেখি ১৪ ঘণ্টা আগে উনি স্ট্যাটাস দিয়েছেনbr /> "ও সাজনী পাস বুলাও না, ইয়ে দিল আজি টুটা হ্যায় আজি টুটা হ্যায়.....সাজান মান জাও না কি ও আজি রুঠহ্যায় আজি রুঠা হ্যায়..." "হায় খোদা! ইহা কি পদ্ধতি!!!" বলে আমি ওখান থেকে বের হয়ে আসলাম। পাকিস্তানের খেলা সমর্থন করে বলিয়া খিস্তি-খেউড় করল বটে ঠিকই। তবে, ফেভারিট মিউজিকের তালিকায় পাকিস্তানের তিনটি ব্যান্ডকে সসম্মানে স্থান দিয়েছেন। এছাড়াও আছেন আদনান সামি, রাহাত ফতেহ আলী খানসহ অনেকে।

তবে কি ''ছাগু'' তারাই যারা পাকিস্তানের খেলা সমর্থন করে?! সম্প্রতি আসীফ মহিউদ্দীন মালালা ইউসুফজাই-কে সম্মান দেখানোর জন্য কাভার ফটো ঝুলিয়েছেন। প্রখ্যাত প্রবীণ ব্লগার ডা. আইজুদ্দীন তার স্বঘোষিত বালছাল মানসিকতার প্রয়োগ দেখালেন রুপক অর্থে ব্যবহৃত পাকিস্তানের পতাকা দেখে। তবে কি তিনি ইউসুফজাইয়ের সাথে একমত নন। নারী-অধিকার তার চাওয়া নয়? নাকি লোকচক্ষুর অন্তরালে তিনিও....... যারা সারাদিন পাকি বলে মানুষকে গালি দেন, তারা কি কখনো বি.পি.এল এ পাকিস্তানী খেলোয়াড়দের খেলানোর বিপক্ষে বলেছেন? তখন তো ঠিকই আফ্রিদি আউট হলে মাথায় হাত দিয়েছেন........! বউ যখন অফিস যাওয়ার পথে 'মুলতানী মাটি' আনতে বলে তখন মায়ের ধর্ষণের কথা ভূলে যান কিভাবে? নাকি ওসব সময় এগুলো খাটে না। খালি ১৭" মনিটরের সামনে বসার সময় জাতিয়তাবাদ পশ্চাৎ-অঙ্গে নিয়ে বসে মানুষকে বিরক্ত করেন।

আপনারা সাবধান হোন। ছল-চাতুরি'র দিন শেষ। আজ আপনাদের শোনার সময় এসেছে- "তুমি আমার জল-স্থলের মাদুর থেকে নামো.... তুমি বাংলা ছাড়ো......!" ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।