আমাদের কথা খুঁজে নিন

   

দুষ্ট লোকের বচন !

শুনিয়াছি হীরা নাকি একটা দামি পাথর। তা লোকে এখন তাই জানে বোধকরি। আমি তো ধন্ধে পড়ে যাই। আমাদের 'বাচিনা' আপা বলেছেন , বাংলাদেশ কাওয়ামী লীগ নাকি হীরার মতো। যত কাটে, তত নাকি উজ্জলতা বাড়ে।

আপা একটা খাটি কথা বলছেন বটে। যদিও দুষ্ট লোকেরা বলে রাজনীতিবিদদের সব কথা ধরতে নাই। কিন্তু আপার কথা ফেলি ক্যামনে ! আমরা ভাবনা ভিন্ন। হীরা যেভাবে কাটছে, আর উজ্জ্বলতা বাড়ছে , অতি আলোতে না অন্ধ হয়ে যাই আমরা। আপা অবশ্য বলেন নাই, কি ধরনের চশমা আমরা ব্যবহার করব এই ক্ষেত্রে।

দুষ্ট লোকেরা এও বলে, আপা হীরার দামটাই নাকি কমিয়ে দিয়েছেন এই তুলনা করে। ভালোই হল, আমাদের আপামনিরা এখন কম টাকায় হীরা পাবেন। আর যদি তা না পান, বাংলাদেশ কাওয়ামী লীগ যোগদান করলে চলবে। হীরার টুকরা নেতা, বাঁশ-rough বলেছেন, দেশের সেবা করতে চাইলে তরুন প্রজন্মকে 'বাকালী' তে যোগ দিতে হবে। এইটা একটা ভাল প্রস্তাব কারন আপা গোপন সুত্রে (গোয়েন্দার মাধ্যমে) খবর পেয়েছেন, বাকালী ভাল অবস্থায় আছে।

সামনের নির্বাচনে ১৭৫ টা আসন নিশ্চিত, আরেকটু ঠ্যালা দিলে আরো ৩০ টা আসন পেয়ে যাবেন। গোয়েন্দারা অনেক কেসের সুরাহা করতে পারেন না বটে (ওরে বাবা ! এতো অনেক কঠিন কাজ ), এই ক্ষেত্রে তাদের বিচক্ষনতা এবং কর্মপরিপক্কতার ছাপ খুঁজে পাওয়া গেছে। দুষ্ট লোকের অবশ্য বলে, এবার উল্টোটাও হতে পারে। (কিন্তু বাঘা বাঘা গোয়েন্দারা কি আর ভুল রিপোর্ট দিবেন ! )। তারা বলেন, কোমর ভাঙ্গা বারেক মিয়ারা ক্ষমতায় চলে যেতে পারেন আবারো।

কেউ কেউ ভক্তি ভরে তৃতীয় শক্তির কথা বলেন। এইটা ক্যামনে হবে কেউ কইতে পারে না। সবাই জল্পনা-কল্পনা কইরতেছে। আমাদের লাজুক হু হু এরপাদ বলেছেন, জনগণ নাকি তৃতীয় শক্তি হিসেবে জাতীয় পার্টি কে ই চাইছে, লজ্জায় বলতে পারছে না। হইতেও পারে।

অবশ্য উনি কোণ জাতীয় পার্টির কথা বলছেন তা বলেন নাই, লাজুক তো ! দেখা যাক, কার ঘাটে নৌকা ভিড়ে। । এইরে আমিতো মনে হচ্ছে হীরা দল বাকালীর পক্ষে কথা বলে ফেলছি ! যাউকগা দুষ্ট লোকেরা যা তা বলতে পারে, তা আমি শুনব কেন ? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.