আমাদের কথা খুঁজে নিন

   

Enable করুন আপনার Diesable হয়ে যাওয়া Task manager,Run,Folder option,search সহ অনেক কিছ

এই Software এর মাধ্যমে যে যে কাজ করতে পারবেন তা হল : ১.Diesable হয়ে যাওয়া রান ( Run ) option Enable করতে পারবেন ২.Diesable হয়ে যাওয়া Task manager Enable করতে পারবেন ৩.Diesable হয়ে যাওয়া Folder option Enable করতে পারবেন ৪.Diesable হয়ে যাওয়া Search optionEnable করতে পারবেন ৫.Diesable হয়ে যাওয়া command prompt Enable করতে পারবেন ৬.Diesable হয়ে যাওয়া Control pannel Enable করতে পারবেন ৭.Diesable হয়ে যাওয়া System restore option Enable করতে পারবেন ৮.Hide হয়ে যাওয়া Drive কে Unhide করতে পারবেন ৯.Diesable হয়ে যাওয়া MS Config option Enable করতে পারবেন ১০.Diesable হয়ে যাওয়া Regedit Enable করতে পারবেন উপরোক্ত অপশনগুলো আপনার জানা থাকলে আর পড়তে হবে না, জানা না থাকলে জেনে নিন। এবার কিভাবে কাজ করবেন? ১. প্রথমে এইখান থেকে সফটওয়্যারটি ডাওনলোড করে নিন.(http://www.mediafire.com/?j4f1cwc8fkfl2aj) ২.এবার Zip ফাইলটিকে Extract করুন ৩.এবার .exe ফাইলটা ওপেন করুন , নিচের মত আসবেএই সফটওয়্যার টি Install করতে হয়না কারন এইটি Portable. ৪.এবার এইখান থেকে প্রয়োজনীয় অপশন সিলেক্ট করে Re-Enable -Enable এ ক্লিক করুন। ৫.এবার কম্পিউটার রিস্টারট করুন। কাজ হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।