আমাদের কথা খুঁজে নিন

   

অণুকাব্য সংকলন - ৩

অণুকাব্য - ২১ জগৎ জুড়ে শংকার দল ওঁৎ পেতে থাকে------- যখন-তখন ওপারের ডাক, মৃত্যুও তো দাবী রাখে। । [Friday 1st of October 2010 08:47:55 PM] অণুকাব্য - ২২ স্বস্তিবাদী বৃষ্টি আসে, রৌদ্র পালায় সন্ন্যাষে; অবাধ ভেজায় বাধা আছে, তাই মন বন্ধক আকাশের কাছে। । [Tuesday 14th of September 2010 12:17:32 PM] অণুকাব্য - ২৩ প্রিয় মুখগুলো সচরাচর অলৌকিক ভালবাসে, অযাচিত ঠুনকো কথায় চোখ তাই সীমাহীন ভাসে।

। তবু অতঃপর তারাই সপ্ন দেখায়, বৃত্তের গোল - কষ্ট সকল পরিণত সরলরেখায়। । [Saturday 25th of September 2010 08:34:37 AM] অণুকাব্য - ২৪ আত্ম পলাতক, সময়সেবী চাতক- তোমার স্পর্শ মানে জেগে ওঠার দাবী; খোঁজ খোঁজ, তুমি তুমি তাই অবশ্যম্ভাবী। ।

[Saturday 4th of September 2010 08:26:16 AM] অণুকাব্য - ২৫ অস্থির ধুলোপ্রপাত, নাগরিক হওয়া অপরাধ আজ; ধুলো খাও, ধুলো খাও, কত অখাদ্য গেলায় সমাজ| [Tuesday 14th of December 2010 09:39:52 PM] অণুকাব্য - ২৬ রৌদ্র পলক, নগর ব্যাথায় আবার জেগে উঠি; স্বপ্নগুলি এদিক-সেদিক করছে ছুটাছুটি। । [Tuesday 28th of December 2010 09:51:22 AM] অণুকাব্য - ২৭ ভাবনা'র ঘর অলীকেই বাঁধো, জীবনের মানে তো সপ্নের ফাঁদও|| [Tuesday 4th of January 2011 08:47:13 AM] অণুকাব্য - ২৮ অবশেষে শুন্যতা অথবা অবশিষ্ট থাকে; কেউ কথা রাখে না, শুন্যতা কথা রাখে|| [Thursday 6th of January 2011 09:44:56 PM] অণুকাব্য - ২৯ আকাশ ভরা স্বপ্নের রং, তবু অবসাদের সকরুন গান; মেঘ শুষে নেয় রোদের সাহস, আর কোথাও রোদ্র অফুরান!! [Thursday 20th of January 2011 08:52:23 PM] ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।