আমাদের কথা খুঁজে নিন

   

মোবাইল রিচার্জ ব্যবসায়ীদের কমিশন বৃদ্ধির আন্দোলঃ ময়মনসিংহ আজ থেকে তিন দিন সকল মোবাইল রিচার্জ বন্ধ ঘোষণা

গ্রামীণসহ অন্যান্য মোবাইল অপারেটরা কোম্পানীগুলো কোটি কোটি টাকা দেশ থেকে হাতিয়ে নিলেও মোবাইল রিচার্জ ব্যবসায়ীদের জন্য ধার্যকরা সেই ১৪/১৫ বছর আগের কমিশন আজো বহাল আছে। এই কমিশনে তাদর আর চলছে না। বলছিলেন মোবাইল রিচার্জ ব্যবসার সাথে জড়িত ময়মনসিংহের ভালুকাস্থ ব্যবসায়ী শেরে বাংলা। বলেন- আগে এই টাকা কিছুটা মানানসই হলে ১৪/১৫ বছর পর এই একই কমিশন এখন বেমানান নয় অমানবিক। আমাদের কথা বলার কেউ নেই।

সরকার এদিক নিয়ে মাথা ঘামায় না তাই বাধ্য আমরা রাস্তায় নেমে আন্দোলন করছি। আক্ষেপের সাথে কথা গুলো বললেও তাদের এ দাবীর যৌক্তিকতা আছে। কারণ ১৪/১৫ বছর আগের কোন জিনিসপত্রের দাম এখন আর আগের জায়গায় নেই কোন পণ্যের দাম দিগুণ আবার কোন পণ্যের দাম তিন গুণ বৃদ্ধি পেয়েছে। তাহলে মোবাইল অপারেটরা কেন নাছোড় বান্দার মত মোবাইল রিচার্জ ব্যবসায়ীদের কমিশন বাড়াচ্ছে না। তারা তো সিম কার্ড বলতে গেলে ফ্রি দিচ্ছে।

একটা সিম কিনলে ৩ মাস পর্যন্ত বোনাস টাকা আসে। আবার নানান রকম কল রেটের ফুলঝুড়ি দেখিয়ে গ্রাহকের পকেটের টাকা নানা ফন্দি ফিকিরে বের করে নিচ্ছে। এসকল কোম্পানী কল রেট কখনো বাড়াচ্ছে আবার কখনো কমাচ্ছে। তাদের সুবিধা মত সব কিছু পরিবর্তন করলেও তারা মোবাই রিচার্জ ব্যবসায়ীদের নিয়ে কখনো ভাবে না। তারা এ বিষয়ে ইচ্ছ করে কর্ণপাত করে না।

কারণ তারা জানে বাংলাদেশে অনেক বেকার যুবক আছে যাদের জীবনের মূল্যবান সময় তারা অল্প দামে কিনে নিতে পারবে। এই নব্য বর্গীয়রা যে আমাদের দেশের যুবকদের শ্রম অল্প দামে কিনে নিচ্ছে তা সরকার কোন রকম খেয়াল করছে না।  ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.