আমাদের কথা খুঁজে নিন

   

সাভার ট্রাজেডি

অপরকে মানুষ মনে করেন তাহলে নিজেও মানুষ হতে পারবেন। সাভার এর ট্রাজেডি। এর জন্যে মালিক কর্তৃপক্ষ যতটা না দায়ী তারচেয়ে বেশী দায়ী নির্মাণ প্রতিষ্ঠান। । আগামী ১০ বছর পরে ঢাকা শহরে এই ব্যাপারটি নিত্যদিনের ঘটনায় পরিণত হবে।

পাশাপাশি লাগানো অবস্থায় পরিকল্পনা ছাড়া নিম্ন মানের নির্মান সামগ্রীর ব্যাবহার এবং লোভী অদক্ষ ইঞ্জিনিয়ার এর দ্বারা নির্মাণ নকশা করার ফলাফল যে কতটা ভয়াবহ হবে তার একটি নমুনা পাওয়া গেল আজ। । যে ফ্লাইওভারগুলো এখন নির্মান হচ্ছে সে ফ্লাইওভারগুলোর নির্মান মান কতটা মানা হচ্ছে তা নিয়েও যথেষ্ট সংশয়। গত কিছুদিন আগে চট্টগ্রামে নির্মানাধীন ফ্লাইওভার ২ বার ভেঙ্গে পড়েছে। ।

মহাখালি ফ্লাইওভার দিয়ে যাওয়ার সময় একটু খেয়াল করলে দেখবেন এই উড়াল সেতুর কি অবস্থা। । এমন অবস্থায় প্রশাসন যদি নিজেদের পেট ভরা বন্ধ না করে তবে ২০১২ মুভির বাস্তব চিত্র দেখতে আর বেশীদিন অপেক্ষা করতে হবে। । সচেতন হোন।

টাকা নয়,,জীবন বড়। । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।