আমাদের কথা খুঁজে নিন

   

মুক্তি যুদ্ধের গান

মরণ আমার ভালো লাগে বাংলাদেশের প্রাক-স্বাধীনতা পর্বে, এই জনপদে পশ্চিম পাকিস্তানের সীমাহীন শোষণ, বঞ্চনা, অবহেলা ও সামরিক শাসকদের বর্বরোচিত নির্যাতন ও অত্যাচারের প্রতিবাদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ই মার্চ, ১৯৭১ যে কালজয়ী ভাষণ দেন, তাতেই এই নিপীড়িত জনগোষ্ঠী স্বাধীনতার জন্য প্রস্তুত হয়ে যায়। ২৫ মার্চ, ১৯৭১ এ হানাদার পাকিস্তানি সেনাবাহিনীর আক্রমন ও গনহত্যার পরিপ্রেক্ষিতে শুরু হয়ে যায় আমাদের স্বাধীনতার সংগ্রাম, আমাদের মুক্তিযুদ্ধ। যুদ্ধকালে মুক্তিযোদ্ধাদের মনোবল বৃদ্ধি করতে এবং মুক্তিকামী শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধার্ঘ্য স্বরূপ, আমাদের মহান বিজয় দিবস ও পবিত্র স্বাধীনতা দিবসের মর্যাদা তুলে ধরতে, ভারতের হিন্দুস্তান রেকর্ডস থেকে বেশ কিছু অসাধারন ও কালজয়ী দেশাত্মবোধক গান প্রকাশিত হয়। তারই কয়েকটি এই 'মুক্তি যুদ্ধের গান' অ্যালবামে পুন:প্রকাশিত হয়েছে। অ্যালবামে, আমাদের জাতীয় সঙ্গীতটি স্বমহিমায় সংযোজিত হয়েছে। মুক্তি যুদ্ধের গান কোয়ালিটি - ২৫৬ কেবিপিএস এমপি৩ ফাইল সাইজ - ৬৩ মেগাবাইটস ডাউনলোড - মুক্তি যুদ্ধের গান  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.