আমাদের কথা খুঁজে নিন

   

বৃত্তে আবর্তিত পরিচিত সব

লিখি আনকোরা কিছু বলতে হবে, অভিনব এবং জনগন খায় - এমন চাই আবাহনে মুগ্ধ পাঠ, মুগ্ধ চোখ, হ্যামিলনের মত পিছু পিছু পাঠক চড়ানো, রিপ্লিজের অবিশ্বাস্য কিছু, গিনেজ বইয়ের অমানবিক ভারোত্তোলন, মিউজিয়ামে ফর্মালিনে লক্ষবছরের পুরনো বরফমানবের তরবারি আকর্ষণ করা যাচ্ছে না কাউকে, কিছুই আর স্পেশাল লাগছে না, ব্যতিক্রমী লাগছে না, সখিনা আবদুল, কৃষকের কাঁধে গরুর জোয়াল, এজতেমার ঠাসাঠাসি ট্ব্রেনের পরিচিত ফটোগ্রাফী, বহু বিলাসী ডায়মন্ড নেকলেস এবং নির্যাতিতার বিচিত্র সংজ্ঞা, দালালের হাতে মদ ফেনসিডিল চরস, পাশবিক এক নির্যাতনে স্তন কেটে ফেলে রাখা মানবী, শোকেসে স্বেচ্ছায় রমণবিক্রিয়া, খুন করে ট্রাকে তুলে দেয়া দুটো লোক, অথবা পাঁচ তারা হোটেলের লবীতে ক্ষুদ্রঋণের কনফারেন্স বিস্ময় যন্ত্রের কিছুই যেন থাকে বাকি, চালচ্চিত্রক নৃতকলায় পুরষ্কার, মডেল কন্যার জ্ঞানগর্ভ বিবৃতি, খাবেই তো ঘুষ পুলিশ আর জানতে জানতে কান ব্যাথা কোন মন্ত্রী কত কোটি মেরে জাতীয় নেতার আদর্শ কপচাচ্ছে, এত পুরনো মদের ঠাসা ঠাসি, সরাইখানা পাল্টেও লাভ হবে না..নতুন কিছু চাইতে গিয়ে অন্যদের মত আমিও পরাহত, নতুন কিছু কিসে? জ্ঞান বিজ্ঞানের ঠাসা পুস্তকের ভিতর থেকে গজিয়ে ওঠা সনদপ্রাপ্ত মেধাবী, কোনটাই কিন্তু নতুন থাকে নি, থাকে নি ম্নেহময় চোখের জল, চাষার হাইব্রিড বাচ্চাকাচ্চা খাবার পায় না মানুষ - গতকালের খবর - ড্রাফট ১.০ / প্রিয় মন্তব্যকারের চাইতে ভাল স্পেলচেকার আর নাই  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.