আমাদের কথা খুঁজে নিন

   

ব্যর্থতার বৃত্তে জড়িয়ে যায় লৌকিক দেহ

জীবনের জন্যই এই সব কথামালা ১. ব্যর্থ মানুষগুলোর প্রতিকৃতি চোখে ভাসে বুকসেলফে থরে থরে উৎকর্ষের কাহিনী আকাশ থেকে উড়ান দিলো কেউ বিলাসে বড্ড পানসে লাগে এসব, অহেতুক দৈর্ঘ্যে আমি ব্যর্থমানুষগুলোকে ভাবি। জীবনকে নিজের করে নিতে পারেনি বলে কোনো এক কুয়াশায় পড়ে থাকা দেহ, দেখেছিলাম ঠিক দুবছর আগে; কি অমিত সম্ভাবনার মৃত্যু, বলেছিল কেউ; আমি শুধুই দেখেছিলাম মরে গেছে ঢেউ। কত গল্প আসে চোখ আর মনের ভাজে - যারা স্বপ্ন দেখার চোখ হারিয়ে পড়েছিল খাদে খাদের ধার ঘুরে ফিরে এখানেই আসে। প্রতিটা ভোর স্বর্ণ বিলায়, কবিতার মত জীবন জানে, স্বর্ণের দিন আগুনের ও মানে। ব্যর্থ মানুষগুলো এতোটা টানে আমায় - সকাল যায়, দুপুর যায়, রাত যায় ভেবে বিষাদী বন্দর সহসাই খুলা থাকে এ ভবে। ২. দিনাতিপাতে ক্লান্ত সূর্য যখন শয্যা খুঁজে ঘামে ভেজা টি-শার্ট ছুঁড়ে ফেলে পৃথিবীভর চলে যখন গুছিয়ে উঠার পালা ঘরে ফেরাই একমাত্র কাজ; বিষন্নতা আর হুড়োহুড়ি সুরগুলো মিলে যায় সাঝবাতি মানেই মিলনসুর, আমার দিন তবুও চলে দৈর্ঘ্য প্রস্থে বেড়ে বিরহের দিনাতিপাত হয় না - মুষ্ঠিবদ্ধ হাতের ওম রয় হাতের বিয়োগেও মিনারের মত দন্ডায়মান থাকে যে বিশ্বাস প্রহসন করে দুচোখ কে - স্রোতের বিপরীতে জল এগিয়েছে কখনো? খুব জানতে ইচ্ছে করে।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.