আমাদের কথা খুঁজে নিন

   

ফেবুর অ্যাপস

আজকাল ফেসবুকে ঢুকলেই দেখি অমুক এই অ্যাপ ট্রাই করেছে তো তমুক ঐ অ্যাপ। যখন দেখি বোঁচা মিয়া দেখতে হিউ জ্যাকম্যানের মত, হাসতে হাসতে লুটিয়ে পড়ার জায়গাটাও পাইনা তার উপর জুটেছে কিছু বান্ধবীর আজব সব আবিষ্কার, ওদের উদ্ভাবন নয়, ফেবুর উদ্ভাবন। আপনার উপর যিনি ফিদা তার নামের আদ্যক্ষর আরে তোর বিএফ আছে, অযথা তার মেজাজটা গরম না করলেই নয়??? আরেক বিবাহিত বান্ধবী ট্রাই করিলেন 'আপনার বিএফ আপনারে কি নামে ডাকে'---উত্তর আইলো--'চিক' ব্যাস শুরু হোল কমেম্নটের ঝড়। বেচারা বর লজ্জায় কমেন্ট মারেনি নাকি বউয়ের বাকি ফরমাইশ খাটতে ব্যস্ত ছিল (বান্ধবীর আমার বড়ই বায়নাক্কা) তা জানিনা। এত আউলফাউল অ্যাপ যে তৈরি করে এসব পাব্লিকের মগজটা খুলে দেখতে মন চায়, কিছু বলেও লাভ নেই কারন এসব খেলতে বেশিরভাগ মানুষই মজা পাচ্ছে, কিন্তু তাই বলে বিবাহিত বান্ধবীও যদি বরের মান-মর্যাদার ফালুদা উড়ায় তো বিরক্ত লাগে বইকি।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.