আমাদের কথা খুঁজে নিন

   

কবিতারা উকিদেয়

"অতি বাড় বেড়োনা, ঝরে পড়ে যাবে, অতি ছোট হয়োনা, ছাগলে মুরাবে" কবিতারা উকিদেয়, মনের দরজায় দরজার কপাট আমি বন্ধ রেখেছি, তারা ভেতরে ঢোকার চেষ্টা করেই যায়। কপাট আর খুলা হয়ে উঠে না, তবে আমিও তো চাই যে- আমার কবিতারা জেগে উঠুক, ছন্দ নিয়ে উড়ে বেড়াক আমার রাজ্যে। তাই আজ মনের খিড়কি ঠিকি খুলে রাখি প্রত্যাশায় কপাট যে জ্যাম হয়ে আছে, কিইবা আর করার? আমি নির্জন অন্ধকারে বসে ডাকি আয় আয় ছন্দ মেলে না, তাও সুর উড়ে যায় দূর নীলিমায়। রাত শেষে ভোঁর হয় পুরনো দিন স্মৃতি হয়, চলে যায় ইতিহাসের পাতায় তবুও মাঝে মাঝে অগোচরে এসে আমায় কাঁদায়। স্মৃতি তুমি বেদনার, কবিতারা নেই আর অন্ধরা খিড়কি না দেখেই বিদেয় হয়।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।