আমাদের কথা খুঁজে নিন

   

আমার শৈশব সৃতিঃ তুমি তো কাঁচা দুধ খাও, আমি কিভাবে তোমার সাথে পারবো?

"অতি বাড় বেড়োনা, ঝরে পড়ে যাবে, অতি ছোট হয়োনা, ছাগলে মুরাবে" সময়টা ছোট্ট বেলার। লাল মাটি নামে একটা জায়গা ছিল এলাকাতেই। তো আমি এলাকার সব জায়গাতেই দৌড়াদৌড়ি করতাম যার ফলে লালমাটি ও বাদ যায় নি। এখন অবশ্য কোন লাল মাটি নেই, বহু আগে সেখানে লাল ইটের বাড়ি হয়ে গিয়েছে। তো থাক সে কথা।

মূল গল্প বলি! ও হ্যাঁ তার আগে ছোট্ট একটা কথা বলে নেই। আমি কিন্তু মোটা স্বাস্থ্যের অধিকারী এবং আমার বাড়ির পাশেই দিপু নামে একটি ছেলে আছে যেকিনা আমার থেকে একটু বেশিই মোটা! তবে বয়সে আমার থেকে ২/আড়াই বছরের কম ছোট হবে নাহ। তো আমরা মোটা ছিলাম, এখনো আছি Cool তো একদিন বিকেলে ও, আমি এবং আরো কয়েকজন পিচ্চি, আইমিন আমাদের সাইজের পোলাপান ছিল লাল মাটিতে। তো অনেকে আছে নাহ যে একজনের সাথে আরেকজনের ক্লিক করে মজা পায়? সেরকম কেও হয়তো বলেছিল যে “তোরা দুইজন মারামারি লাগ, দেখি কে পারে “। এরকম কিছু হয়তোবা।

এতো কিছু তো আর মনে নেই! সো শেষ পর্যন্ত যা হবার হলো। ছেলেটা আমার থেকে বেশি শক্তির অধিকারী এবং সে আমার থেকে বেশি ছোটাছোটির কারনে মোটা হলেও শক্তি ছিল, আর আমি মোটা হলেও আলুই হয়ে ছিলাম, শক্তি ছিল নাহ । অন্তত ওর সাথে কুলিয়ে উঠবার মতো Big Frown তো যাহবার তাই হলো। আমাদের শক্তিমান দিপু জিতে গেলো Razz এবং আমি তার বিপরীত মানে হেরে গেলাম আরকি!! Cry । তো হেরে যখন গিয়েছেই কিছু তো একটা বলতে হয় তাই নাহ?? তো আমি “কোথায় যেন শুনেছিলাম ও নাকি কাঁচা দুধ খায়! আসলে মনে হয় শুনি নাই,নিজের থেকে মাথায় এসেছিল”।

তো যাই হোক তখন আমি বলে বসলাম এরকম কিছু একটা যে “তুমি তো কাঁচা দুধ খাও, তুমি তো জিতবাই। আমি কাঁচা দুধ খাই নাহ, তাই আমি জিতিও নাই” Big Smile তো তখন থেকে আমি বেশ কিছুদিন দুধের প্যাকেট কিনে এনে জ্বাল না দিয়েই কাঁচা খেয়েছিলাম। হিহিহি Grin । আর হ্যাঁ সবি ছোট বেলার ভাসাভাসা সত্য সৃতি। তাই পোষ্ট খুব একটা বড় না হবার জন্য দুঃখিত Pirate এখনো মাঝে,মাঝে হঠাৎ করে কোন ফ্রেন্ড আমার সামনে বলে উঠে কাঁচা দুধ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।