আমাদের কথা খুঁজে নিন

   

Escaping Tel Aviv (2009) মোসাদ বনাম মিশরীয় গোয়েন্দা যুদ্ধ!

আমি চাই শক্তিশালী স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ মিশরের এক দম্পতি ইজ্জাত ও সালওয়া একটি মেয়ে ও একটি ছেলে নিয়ে মোটামুটি সুখেই দিন কাটাচ্ছিল। একদিন স্বামী ইজ্জাত তার স্ত্রী সালওয়াকে বলল আজকে আমাদের সন্তানদের নিয়ে আমরা স্পীড বোটে করে সুমুদ্রে ঘুরতে যাব। তো সবাই গেল। যেই গভীর সুমুদ্রের দিকে যেতে লাগল ইজ্জাত বলল আমি আসলে ইসরাইলী ইন্টিলিজেন্সের কর্মকর্তা, আমার নাম ড্যানিয়েল। সালওয়া এটাকে ঠাট্টা মনে করে বলল শ্যালম ড্যানিয়েল।

এই বলা মাত্রই তার স্বামী বোটের ইঞ্জিন বন্ধ করে দিল তখন সালওয়া বলল বন্ধ করলে কেন? এবং হঠাৎ দুই দিক থেকে দুটো স্পীড বোট তাদের উদ্দেশ্যে আসতে থাকলে সালওয়া চিৎকার দিলো তুমি বোটের লোকদের চিন? যেই বোট ভিড়ল সাথে সাথে ড্যানিয়েল তার বাচ্চাদের তুলে দিল সালওয়া পাগলের মত চিৎকার করে বাধা দিতে চেষ্টা করে বলল ইজ্জত তুমি কি করছ! সাথে সাথেই ড্যানিয়েল তাকে ইঞ্জেকশনের মাধ্যমে অজ্ঞান করে ফেলল। তারপর জ্ঞান আসলে সালওয়া দেখল যে সে আর মিশরে নেই নিজেকে তেলআবিব ইসরাইলে পেল। তাকে ড্যানিয়েল বলল যে দেখ আমি চাইলে তোমাকে ফেলে দুই সন্তানকে নিয়ে চলে আসতে পারতাম কিন্তু তুমি তাদের মা বিধায় সেটা করিনি। সে এটাও জানাল যে সে একজন ইহুদী। এই শহড় ও দেশ একটি সভ্য, দূষণ মূক্ত এলাকা এখানে আমাদের কোন সমস্যা হবে না।

সালওয়া বলল তুমি একজন গাদ্দার, দেশদ্রোহী...তুমি আমার সন্তানদের দিয়ে দাও আমরা মিশরে চলে যাব। ড্যানিয়েল বলল সেটা হবে না। এরপর একদিন শপিং এ গেলে যদিও ড্যানিয়েল প্রতিবেশী এক মহিলাকে সাথে দিয়ে দেয় কিন্তু শায়লা পালানোর চেষ্টা করে। তেলআবিবে এক আরবকে পেয়ে তার ঘটনা বর্ণনা করে মিশরের দূতাবাসের ঠিকানা জানতে চাইলে সেই আরব বলে সর্বনাশ..আমি কিছুই জানিনা এই বলে সে চলে গেল। সাথে সাথেই ড্যানিয়েল উদয় হল বলল সালওয়া তুমি যদি যেতে চাও তো যাও।

কিন্তু আমার সন্তানদের নিয়ে যেতে পারবে না তুমি একা যাও অগত্যা সালওয়া ঐ সময় হার মানে। তবে ঐ আরব লোকটা এই ঘটনা তার আরব বন্ধুদের বললে তাদেরই মধ্যে একজন মিশরী ইন্টিলেজেন্সের কাছে ঘটনা ও তথ্য পৌছে দেয়। তখনই মিশরী ইন্টিলেজেন্সের কর্মকর্তাদের আলাপে বুঝা যায় যে তারা মিশরে প্রায় অনেক জন মোসাদের এজেন্ট তথা একটি স্পাই রিংকে ধরতে সমর্থ্য হয়েছে। যার লিডার হল এই ইজ্জাত ওরফে ড্যানিয়েল। কিন্তু সে আগে ভাগে খবর পেয়ে স্ত্রী ও পরিবার নিয়ে সটকে পরে।

তখনই ঠিক করা হয় মিশরীয় ইন্টিলিজেন্স অফিসার মোস্তফাকে তেলআবিবে পাঠিয়ে ড্যানিয়েলের মিশরের মিশনের মূল উদ্দেশ্যের তথ্য এবং সালওয়া ও তার দুই সন্তানকে দেশে ফিরিয়ে আনার জন্য পাঠানো হয়। তারপর এ্যাকশনের শুরু! এই মূভিটি আইএমডিবিতে ৭.২ রেটিং তো আছেই এবং সার্বিক বিবেচনায় বুদ্ধিমত্তা ও অন্যান্য পরিস্থিতি সাপেক্ষে এ্যাকশন-থ্রিলার বলা যায়; http://www.imdb.com/title/tt1650844 মূল মূভি ডাউনলোডের লিংক(রার ফাইল); http://www.mediafire.com/?35nwkh7ged14h9a http://www.mediafire.com/?uua5638hi1i3ooe http://www.mediafire.com/?pl93iicwsvdzxps http://www.mediafire.com/?n0xemiolt71sgdw ছবিটি আরবী ও হিব্রুতে। ইংরেজী সাবটাইটেল(রার ফাইল); http://www.mediafire.com/?in1i52lfdggdzb5 আশা করি মূভিটি সবার ভাল লাগবে! আপডেটঃ যেহেতু কারো রিপোর্টে মিডিয়াফায়ার কর্তৃপক্ষ উপরোক্ত মূভির লিংক সরিয়ে দিছে তাই বিকল্প হল ইউটিউব এবং টরেন্ট; Click This Link Click This Link ১৮নং কমেন্টে ব্লগার আদ্রের মন্তব্য দেখুন!  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.