আমাদের কথা খুঁজে নিন

   

সাভার ঘটনায় পোশাক রপ্তানিতে প্রভাব পড়বে না: অর্থমন্ত্রী

শুক্রবার নয়া দিল্লিতে এক অনুষ্ঠানে ভারতীয় এক সাংবাদিকের প্রশ্নের জবাবে মুহিত বলেন, “দুর্ঘটনাটি অবশ্যই মর্মান্তিক। আমাদের অনেক শ্রমিক মারা গেছেন। আমরা সবাই এতে শোকাহত। রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হয়েছে। আহতও হয়েছেন অনেকে।


এই ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, “আমরা অনেককে জীবিত উদ্ধার করেছি। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী। আমার বিশ্বাস- আমাদের বিদেশি ক্রেতারা এ বিষয়গুলো অনুধাবন করছেন। ”
“তারা আমাদের দেশ থেকে পোশাক না কিনে অন্য দেশ থেকে কিনবে-এটা আমি মনে করি না। আমাদের তৈরি পোশাক রপ্তানিতে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না।


ভারতের ব্যবসায়ী নেতাদের শীর্ষ সংগঠন কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ (সিআইআই) আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থমন্ত্রী।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সাভার ট্র্যাজেডি এবং বাংলাদেশের তৈরি পোশাক শিল্প নিয়ে কথা বলেন তিনি।
নয়া দিল্লিতে অনুষ্ঠিত এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ৪৬তম বার্ষিক সভায় যোগ দিতে আসা বাংলাদেশ প্রতিনিধি দলের সম্মানে এই অনুষ্ঠানের অয়োজন করে কনফেডারেশন অব ইন্ডিয়া ইন্ড্রাস্ট্রিজ (সিআইআই)।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে সিআইআই’র সাবেক সভাপতি শেখর দত্ত, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, ইন্দো-বাংলাদেশ চেম্বার অব কমার্সের সভাপতি আবদুল মাতলুব আহমদ, ভারতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনার মাহবুব হাসান সালেহ প্রমুখ বক্তব্য দেন।
অনুষ্ঠানে বাংলাদেশ প্রতিনিধিদলের সাত জন সংসদ সদস্য ছাড়াও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।