আমাদের কথা খুঁজে নিন

   

আমি মর্মাহত

আগের দিনে নীলকররা সস্তায় নীল চাষ করে তা দিয়ে বিশাল অংকের লাভ করত। আমাদের চাষীদের রক্ত আর বেদনার নীল মিশে একাকার হয়ে যেত মেনচেষ্টার এর কলগুলো ! আজকে দিন পাল্টেছে আর প্রভুরাও নতুন রূপে ফিরে এসেছে। পুমা, টমির সাধারণ মানের টি-শার্ট ও ৭-৮ ডলার। আর গার্মেন্টস শ্রমিকের সারা মাসে বেতনও টেনেটুনে এতদূর যায় না! এরকম কামলা খেটে আর কিছু মানুষের পেট-মোটা করে কোন লাভ নেই; পারলে মসলিনের মত কিছু করে দেখা! রিজার্ভ বাড়ছে। ভাল। কিন্তু রিজার্ভ ধুয়ে কি পানি খাব? এ দিয়ে কি হবে? ঢাকার রাস্তায় নতুন নতুন মার্সিডিস আসবে আর পোনাপান এই ক্যাফে, সেই রেস্টোরেন্টে গিয়ে ১০টাকার খাবার ২০০ টাকা দিয়ে কিনা ভাব নিবে , আপামনিরা গ্যানযাম এর তালে তালে নাচবে আর পাল্লা দিয়ে কাপড় ছোট করতে থাকবে এইসব ফাইজলামি জন্য রিজার্ভ এর দরকার নাই!!


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।