আমাদের কথা খুঁজে নিন

   

এন্টি ভাইরাস এর সাতকাহন… ১ম পর্ব (MSE Microsoft Security Essential)

বর্তমানে জনপ্রিয়তার মাপকাঠিতে MSE বা Microsoft Security Essential WORLD WIDE 2য় অবস্থানে। সহজ Installations এবং সহজ ও সরল interface, কার্যকরি Engine ইত্যাদি MSE কে দিনে দিনে আর জনপ্রিয় করে তুলছে। প্রাথমিক ভাবে এটি ২৯ সেপ্টেম্বর ২০০৯ এ relies করা হয়। এর শেষ ভারশন টি ২০১২ এর ২৫ সেপ্টেম্বর relies করা হয়। অপারেটিইং সিস্টেম উইন্ডোজ এক্সপি ৩২/৬৪ বিট উইন্ডোজ ভিস্তা ৩২/৬৪ বিট উইন্ডোজ সেভেন ৩২/৬৪ বিট এটি উইন্ডোজ ৮ সাপোর্ট করে না।

MSE এর EXE খুবই ছোট ৩২ বা ৬৪ বিট যাই হোক না কেন ১৫ এমবির বেশী না। Download link কেন এটি ব্যবহার করবেন ১) MSE একটি freeware অর্থাৎ এর জন্য প্রতি বছ্রর আপনাকে টাকা খরচ করতে হবে না। শর্ত হলো আপনার উইন্ডোজ টি অরিজিনাল হতে হবে। চিন্তার করবেন না আপনার উইন্ডোজ টি ভাল ক্রেকার দিয়ে ক্রেক করা হয়ে থাকলে তা জ়েনুইন টেস্ট এ পাস করে যাবে। ২) খুবই হালকা software এটি, একে ব্যবহারের জন্য আপনার পিসি আপডেট করতে হবে না।

খুব বেশী রেম বা প্রসেস ক্ষমতা এটি ব্যবহার করে না। আপনি চাইলে ঠিক কতটুক প্রসেস ক্ষমতা MSE ব্যবহার করতে পারবে তা ঠিক করে দিতে পারবেন। ৩) এর virus detection ক্ষমতা মোটামটি ভাল Malware এর বেলা্য প্রায় ৯০-৯৫% অন্যান্য virus এ এটির ক্ষমতা প্রায় ৮০%। ১০০% detection rate পেতে হলে Microsoft Active Protection Service এর member হতে হবে। আর আপনার উইন্ডোজ অরিজিনাল না হলে Microsoft Active Protection Service এ registrations না করাই ভাল।

৮০% detection rate খারাপ নয়। ৪) Virus Definition file Update হবে automatically । ৫) খুব কম popup massage দেয় এ Popup massage এর জন্য অনেকে অন্য Antivirus ব্যবহার করতে চায় না। যা কাজের সময় বেশ বিরক্ত করে। চলুন দেখি… MSE এর Best Configurations বা Configarations Options গুল MSE এর Options change করতে আপনাকে settings এ যেতে হবে…… খুব বেশী কিছু নেই change করার তারপর ও নিজের প্রয়োজন অনুসারে Adjust করতে পারেন… Schedule Scan প্রথম যে change টি করবেন তা হলো এর scan schedule ।

weekly scan schedule 2.00 am থাকে এবং তা quick scan এ থাকে। একে যখন আপনি সপ্তাহে যেদিন কম বেস্ত থাকেন বা পিসি কম ব্যবহার হয় সে দিন এ সুবিধা জনক টাইম এ schedule time দিন। Scan type এ full scan সেট করুন। Settings -> Schuedule scan -> Scan type -> Full scan -> When -> Monday -> 1.30pm Default Action আপনি সাধারণ PC User হলে Default Action এ এর সব জায়গাতে Remove select করে দিন Settings -> Default Action -> Server Alert level -> Remove Settings -> Default Action -> High Alert level -> Remove Settings -> Default Action -> Medium Alert level -> Remove Settings -> Default Action -> low Alert level -> Remove যদি আপনার পিসি তে software development / multimedia কাজ হয় বা অফিস এর খুব জরুরি ফাইল random copy/pest হয় তাহলে Default Action এ এর সব জায়গাতে Quarantine select করে দিন Settings -> Default Action -> Server Alert level -> Quarantine Settings -> Default Action -> High Alert level -> Quarantine Settings -> Default Action -> Medium Alert level -> Quarantine Settings -> Default Action -> low Alert level -> Quarantine এ ক্ষেত্রে Quarantine এ আপনার এর history মাঝে মাঝে চেক করুন যাতে প্রয়োজনীয় কোন ফাইল Quarantined না হ্য়, হলে তা restore করে নিন। সাধারবত Quarantine এর ফাইল গুল এক মাস রাখা ই ভাল তারপর delete করে দিন নতুবা system drive এর অনেক space দখল হয়ে যাবে ।

Real-time Protections Default options এ রখুন change করার দরকার নাই। Excluded files and locations এ options টি বেশ important এরকম অনেক অবস্থা হয় যখন আপনি চান কিছু folder Antiviruse scan করার সময় scape করুক বা scan না করুক। সে folder টির location browser করে সেট করে দিন। যখন MSE আপনার পিসি full scan করবে তখন এ folder গুল scan করবে না । Excluded file Type এ options টিও বেশ important।

বেশ কিছু file type আপনি বলে দিতে পারেন যা Antiviruse scan করার সময় scape করবে। যেমন .mkv .Doc .xls এগুলা ফাইল টাইপ, .doc আর .xls সবার জানা এগুল ডকুমেন্ট ফাইল টাইপ .mkv মুভি ফাইল টাইপ। এগুল্ কে এখানে add করে দিলে MSE .mkv .Doc .xls scan করবে না। বুঝে শুনে ফাইল টাইপ add করুন scan এর গতি বহুগুন বাড়বে। Excluded process যদি MSE Install করার পর আপনার কোন program এর গতি কমে যায় তবে তার process টি এখানে add করে দিন।

এমন অনেক program আছে যে গুলাতে কাজ করার সময় Antivirus ভিষন বিরক্ত করে ( যদিও MSE এ ঝামেলাটি খুবিই কম করে )। দেখে শুনে program এর process গুল add করে দিন। Advance Default options এ রখুন change করার দরকার নাই। শুধু Quarantine এর Remove time সেট করে দিন। Maps Default options এ রখুন জেনে রাখা ভাল ১) MSE রঙ যখন সবুজ তখন জানবেন আপনি 100% protected. 2) MSE রঙ যখন হলুদ তখন জানবেন আপনার পিসি কে FULL SCAN করতে হবে।

৩) MSE রঙ যখন লাল তখন জানবেন virus hit করসে এবং Antivirus কাজ করছে, তখন Antivirus এ মনযোগ দিন। ভাল লাগলে বা উপকার পাইলে আওয়াজ দিয়েন……। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৬ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।