আমাদের কথা খুঁজে নিন

   

মহানবী (সাঃ) এর দেহের সুঘ্রাণ ছিলো পৃথিবীর শ্রেষ্ঠতম সুঘ্রাণ ।

আল্লাহ ছাড়া আর কোন সৃষ্টিকর্তা নেই । হযরত মোহাম্মদ (সাঃ) আল্লাহর বান্দা ও রাসূল । হুযুর (সাঃ) এর বিস্ময়কর গুণাবলীর মধ্যে দেহ মোবারক থেকে নির্গত পবিত্র সুরভি ছিলো অন্যতম । তিনি দেহ মোবারকে কোনরূপ সুগন্ধি ব্যবহার না করলেও উনার দেহ থেকে যে সুঘ্রাণ বের হতো, পৃথিবীর কোন সুগন্ধি তার সমতূল্য হতে পারতনা । হযরত আনাস (রাঃ) বর্ণনা করেন, যত প্রকার সৈারভ আছে চাই তা মেশক হোক বা আম্বর হোক , আমি তার ঘ্রাণ গ্রহণ করেছি ।

কিন্তু নবী করীম (সাঃ) এর পবিত্রতম দেহের সৈারভের সমতূল্য কিছুই হতে পারেনা । হযরত উম্মে আসেম (রাঃ) বর্ণনা করেন, আমরা চার মহিলা উতবার স্ত্রী ছিলাম । আমরা চার সতীনই প্রত্যেকেই চেষ্টা করতাম কে কত বেশী খুশবু ব্যবহার করে উতবার নিকট যেতে পারি । এহেন প্রয়াসে আমরা খুব বেশী খুশবু ব্যবহার করতাম । কিন্তু বিস্ময়কর ব্যাপার যে আমাদের সকলেরই খুশবু উতবার খুশবুর কাছে ম্লান হয়ে যেত ।

আর উতবা (রাঃ) এর অভ্যাস ছিলো এই যে, তিনি স্বাভাবিকভাবে হাতে একটু তেল মালিশ করে দাড়িতে মেখে নিতেন এর বেশী কিছু নয় । কিন্তু তবু দেখা যেত তার খুশবু আমাদের খুশবুর চেয়ে প্রবল হয়ে গিয়েছে । এদিকে হযরত উতবা (রাঃ) যখন বাইরে যেতেন লোকেরা বলাবলি করত , আমরাও তো সুগন্ধি ব্যবহার করে থাকি । কিন্তু উতবার সুগন্ধির তুলনায় আমাদের সুগন্ধি তেমন তেজস্কর নয় । হযরত উম্মে আসেম (রাঃ) বলেন, আমি একদিন আমার স্বামী উতবাকে বললাম, আমরা সকলেই সুগন্ধি ব্যবহার করে তার সুগন্ধি যথাসাধ্য ছড়াতে চেষ্টা করি , কিন্তু আমাদের খুশবু তো আপনার সুবাসের ধারে কাছেও পৈাছতে পারে না ।

এর কারণ কি ? তখন তিনি বললেন, রাসূলে খোদা (সাঃ) এর জীবদ্দশায় আমার সমস্ত শরীর একবার অত্যাধিক গরমের কারণে ফোসকা পড়ে গিয়েছিলো । এতে অস্হির হয়ে আমি হুজুর (সাঃ) এর খেদমতে হাজির হয়ে আমার অসুস্হতার অবস্হা বর্ণনা করলাম । তখন তিনি এর চিকিৎসা করে দিলেন । হুযুর (সাঃ) বললেন, "তোমার শরীরের কাপড় খুলে ফেল । " আমি কাপড় খুলে উনার সামনে বসে গেলাম ।

হুযুর পাক সাঃ স্বীয় হস্ত মোবারক আমার শরীরে বুলিয়ে দিলেন । পেটে ও পিঠেও হাত বুলিয়ে দিলেন । সে সময় থেকেই আমার শরীরে এ সুগন্ধের সৃষ্টি । সূত্রঃ মাদরিজ উন নবুয়ত । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.