আমাদের কথা খুঁজে নিন

   

দূষিত জীবন

বলছে পুরুষ- গায়ে রঙীন শাড়ি, গালে কমদামী মেকআপ। কে তুমি অসভ্য নারী? মুখে নেই নেকাপ। বলছে নারী- অসভ্য বলছ আমায়! এ কথা কী তোমায় মানায়? আমাদের দেহ পল্লবে তোমাদের বিচরন, রাত হলে দেখি তো, দেখি তোমাদের অসভ্য অচরণ। তোমরা শিকারী, আমরা তোমাদের লালসার শিকার। রক্তাক্ত আমরা,তোমরা নির্বিকার।

বলছে পুরুষ- রাস্তার ফুটপাথে তোমাদের অবাধ বিচরন দেখেই তো আমরা এগিয়ে আসি। অর্থলোভী,জীবন ধ্বংসী,যৌবন সর্বনাশী। বলছে নারী- হায় রে পুরুষ রুপ এর কা-পুরুষ, পল্লীর নোংড়া বিছানা তোদের কে টানে। একথা কি কেউ জানে? এ কথা করিস না কেন স্বীকার, লম্পট কোথাকার,তোদের প্রতি ধিক্কার। সাহস থাকে তো কাছে আয়, তুলে নে ঘরের বউ-বেটি করে।

সম্মান দে যে টুকু পাওনা, দো্য়া দেব তোদের সারাটি জনম ভরে। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.