আমাদের কথা খুঁজে নিন

   

Dr. Sorowar Hossain- এর ভালো লাগার মতো কিছু কথা

বাংলায় কথা বলি,বাংলায় লিখন লিখি, বাংলায় চিন্তা করি, বাংলায় স্বপ্ন দেখি। আমার অস্তিত্ব জুড়ে বাংলা ভাষা, বাংলাদেশ। বাংলাদেশের মতো দেশে জেনোম সিকুয়েন্সিং করে মিডিয়াতে বাহাবা পাওয়া গেলেও বাস্তবে কতটা কল্যানকর তা ভাববার সময় এসেছে। শুধুমাত্র পাটের জেনোম সিকুয়েন্সিং করার জন্য (আমার জানা মতে) বাংলাদেশকে ৬০+ কোটি টাকা ব্যয় করতে হয়েছে। এর বেশীর ভাগ টাকা বিদেশে চলে গিয়েছে।

আমাদের দেশে পাটের ডিএনএ সিকুয়েন্সিং হয়নি। সিকুয়েন্স এলাইসিসের কিছু কাজ হয়েছে এখানে। প্রায় তিন বছর পার হয়ে যাচ্ছে, কিন্তু পাটের জেনোম সিকুয়েন্সিং এর কোন অগ্রগতি শুনা যাচ্ছে না। সে সময় ড আলম ফলাও বলে বেরিয়েছেন আগামী ৫ বছরের মধ্যে দেশে এর সুফল বয়ে আনবে। করুণ বাস্তবতা হচ্ছে যে আমাদের দেশে সিকুয়েন্সকে ব্যবহার করে সুফল পাওয়ার জন্য নূন্যতম রিসার্চ ইনফ্রাস্ট্রাকচার গড়ে উঠেনি! আগামী ১০/২০ বছরেরও তা গড়ে উঠবে কিনা তা প্রশ্নাতীত।

তাছাড়া বর্তমানে শুধুমাত্র সিকুয়েন্সিং করা তেমন জটিল কিছু নয়। যারা মলিকিউলার বায়োলজিতে কাজ করেন তারা সবাই এ বিষয়ে অবগত আছেন। অনেক কোম্পানী গড়ে উঠেছে যারা টাকা মাধ্যমে সিকুয়েন্সিং করে থাকে। তাই বাংলাদেশের মত গরীব দেশে ডিএনএ সিকুয়েন্সিং করা গরীবের ফাইভ স্টার হোটেলে রাত্রি যাপন করার মত ঘটনা। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সফল বিজ্ঞানী ড ফারুক যিনি সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিরিয়াং ডিপার্টমেন্টে এডভান্স বায়োটেকনোজি ল্যাব প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছেন।

কিন্তু ফান্ডের অভাবে তা আগাচ্ছে না। মাত্র কয়েক কোটি টাকা ব্যয় করে মোটামুটি মানের ল্যাব গড়ে তোলা সম্ভব যেখানে অনেক পিএইচডি-পোষ্টডক করতে পারবে (http://gebudhaka.net/geb/index.php/abl-home)। এতে আস্তে আস্তে বিজ্ঞানের ভীত গড়ে উঠবে। প্রসংগত, ড ফারুকসহ অনেকে বিদেশ থেকে ফান্ড এনে দেশে রিসার্চ করছেন। অন্যদিকে পাটের জেনোম সিকুয়েন্স করার জন্য আমরা বিদেশে কোটি কোটি টাকা পাঠাচ্ছি! ইহাই আমাদের দেশের বাস্তবতা! ড ফারুক সম্পর্কে বিস্তারিত জানতে- Click This Link Regards, Dr. Sorowar Hossain, Assistant Professor, BRAC University, Bangladesh __._,_.___ ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।