আমাদের কথা খুঁজে নিন

   

মিনি ফুড রিভিউ(পর্ব ১) মাত্র ২০ টাকায় লাঞ্চ( মেনুঃ গরম ভাত,মুরগি এবং ডাল)

সামুতে সেফ হবার জন্য সংগ্রাম করছি! দোয়া করবেন! মাসের শুরু আর শেষের কয়েকটা দিন অতি বাজে যায়। পকেটে টাকা থাকে না কিন্তু পেটে খিদা থাকে। সকাল ৮টা থেকে ১ টা পর্যন্ত অতি বোরিং সব ক্লাস কইরা আমরা,ঢাবির কার্জনের বেশির ভাগ হলে না থাকা পোলাপাইনরা যাই সাইন্স ক্যাফেতে। মেন্যুঃ গরম ভাত, আলু ভর্তা, অতি ছোট এক পিস ককের মাংস এবং ডাল। দামঃ ২০ টাকা ।

অতি অখাদ্য টাইপ এই জিনিস আমরা বেশ তৃপ্তি নিয়াই খাই। আপনিও চাইলে এইখানে খাইতে পারেন। তবে এই আইটেম খাইয়া মজা পাইতে হইলে নিচের দুইটা কাজ করতে হইবেকঃ ১) আমাদের মতো সকাল ৮ টা থেইকা ১টা পর্যন্ত মহা বোরিং লেকচার শুনতে হবে, তখন এই মেন্যু খাইয়া মজা পাইবেন। ২) পকেটে অল্প পরিমান টাকা থাকতে হইবে। পকেট গরম থাকলে এই জিনিস আপনের ভালো লাগবে না।

সামারিঃ রিকমেনডেড করতেছি। প্রায় স্বাদবিহীন একটা খাবার কিন্তু পেট ভরিবে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।