আমাদের কথা খুঁজে নিন

   

কুরআনের প্রতি, রাসূল (সাঃ) এর প্রতি এবং ইসলামের প্রতি আপনার ভালোবাসা থাকে, সেটা আপনার জীবনে, কাজে প্রতিফলিত হবে............ অন্যের বাড়ীঘর বাঁ উপাসনালয় জ্বালিয়ে দিয়ে নয়

এক শব্দ প্রতিবাদী, "অবিভক্ত ঢাকা চাই। । । " সিফফিনের যুদ্ধেও এরকম একটা চাল দেয়া হয়েছিলো। নিশ্চিত পরাজয়ের মুখে মুয়াবিয়া (রাঃ) এর সেনাদল বর্শার মাথায় কুরআন বেঁধে শান্তি প্রস্তাব পাঠায়।

জ্ঞানবৃক্ষ আলী (রাঃ) তাদের এই কূটচাল ঠিকই বুঝতে পেরেছিলেন............... কিন্তু তার সেনাবাহিনীর মেজরিটি, যারা ছিলো নওমুসলিম, তারা কুরআনের অবমাননা করে যুদ্ধ চালিয়ে যেতে অস্বীকার করে। ফলাফল............ আলীর (রাঃ) পরাজয়। কুফাবাসীদের রাসূল (সাঃ) ও আহলে বাইতের প্রত ি অসম্ভব ভক্তি আর ভালোবাসাই ইমাম হুসাইন (রাঃ) কে ইরাকে টেনে আনার মূল কারণ ছিলো, যদিও প্রমিমেন্ট সাহাবাগণ তাকে বারংবার নিষেধ করেছিলেন মদীনা ছেড়ে না বেরোতে। ফলাফল............ কারবালা। যে সকল ভাই-বন্ধুগণ বুঝে না বুঝে ইসলামের অন্ধ-আবেগ ও ভালোবাসায় আগুণ জ্বালাচ্ছেন রামু-পটিয়া সহ পাহাড়ী জনপদে, সংখ্যালঘুদের উপর নির্যাতন করছেন......... তারা সাবধান হোন।

কোন একটা অশুভ পক্ষ বিশেষ সুযোগ নিতে চাইছে, আর তাতে জ্বালানী হচ্ছেন আপনারা। কুরআনের প্রতি, রাসূল (সাঃ) এর প্রতি এবং ইসলামের প্রতি আপনার ভালোবাসা থাকে, সেটা আপনার জীবনে, কাজে প্রতিফলিত হবে............ অন্যের বাড়ীঘর বাঁ উপাসনালয় জ্বালিয়ে দিয়ে নয়। অমুসলিম কোন লোক যদি কুরআনের অবমাননা করে, তাতে আপনার ঈমান জেগে ওঠে......... আর মুসলমান হবার পরেও আমরা যখন কুরআনকে বাক্সবন্দী রেখে জীবনের পদে পদে কুরআনের বিধাণকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যাই প্রতিনিয়ত, তখন ঈমানী জজবা কোথায় থাকে? ____Courtesy to @Black Sail  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।