আমাদের কথা খুঁজে নিন

   

কুরআনের আলোকে হাদিস।

WHAT IS REAL!!!!!!!

কুরআন কি? আল্লাহর বানী। একজন মুসলমানের জন্যে অবশ্য পালনীয়। হাদিস বলতে বুঝায় মুহাম্মদ (সঃ) এর কথা ও কার্যাবলী যা থেকে একজন মুসলমান ইসলামের পথের দিশা লাভ করতে পারে, যখন সে পথ খুজে পায় না। অনেকেই প্রশ্ন তুলেন হাদিস পালনের যথার্থতা নিয়ে। বলেন, "স্বয়ং আল্লাহর বানী কুরআনই তো যথেষ্ট আবার হাদীস কেন?" এই বলে তারা ছুড়ে ফেলতে চায় হাদিসকে।

জানলো না তারা আসলে ছুড়ে মারলো কুরআনকে! পড়েও দেখলো না কি লেখা আছে মহান আল্লাহ তা'আলার বানী কুরআনে। আসুন আমরা দেখি মহান আল্লাহ তা'আলা কি বলেছেন তার বানীতে তারই প্রিয় মুহম্মদ (সঃ) এর অনুসরন করা সম্পর্কে। কুরআনের কিছু আয়াতের অর্থের ভাবানুবাদঃ "অতএব, তোমার পালনকর্তার কসম, সে লোক ঈমানদার হবে না, যতক্ষণ না তাদের মধ্যে সৃষ্ট বিবাদের ব্যাপারে তোমাকে ন্যায়বিচারক বলে মনে না করে। অতঃপর তোমার মীমাংসার ব্যাপারে নিজের মনে কোন রকম সংকীর্ণতা পাবে না এবং তা হূষ্টচিত্তে কবুল করে নেবে। " (সুরা-নিসা ঃ আয়াত 65) But no, by your Lord, they can have no Faith, until they make you (O Muhammad SAW) judge in all disputes between them, and find in themselves no resistance against your decisions, and accept (them) with full submission (Al- Quraan, 4:65). সে সমস্ত লোক, যারা আনুগত্য অবলম্বন করে এ রসূলের, যিনি উম্মী নবী, যাঁর সমপর্কে তারা নিজেদের কাছে রক্ষিত তাওরাত ও ইঞ্জীলে লেখা দেখতে পায়, তিনি তাদেরকে নির্দেশ দেন সৎকর্মের, বারণ করেন অসৎকর্ম থেকে; তাদের জন্য যাবতীয় পবিত্র বস্তু হালাল ঘোষনা করেন ও নিষিদ্ধ করেন হারাম বস্তুসমূহ এবং তাদের উপর থেকে সে বোঝা নামিয়ে দেন এবং বন্দীত্ব অপসারণ করেন যা তাদের উপর বিদ্যমান ছিল।

সুতরাং যেসব লোক তাঁর উপর ঈমান এনেছে, তাঁর সাহচর্য অবলম্বন করেছে, তাঁকে সাহায্য করেছে এবং সে নূরের অনুসরণ করেছে যা তার সাথে অবতীর্ণ করা হয়েছে, শুধুমাত্র তারাই নিজেদের উদ্দেশ্য সফলতা অর্জন করতে পেরেছে। (সুরা আল আ'রাফঃ আয়াত 157) Those who follow the Messenger, the Prophet who can neither read nor write (i.e.Muhammad SAW) whom they find written with them in the Taur

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।