আমাদের কথা খুঁজে নিন

   

Banglalion, Qubee, Ollo মডেম দিয়ে ফ্রি আনলিমিটেড ইন্টারনেট চালান (মেগা টিউন)

ধামাকা সাইফুল আমি আজকে আপনাদের দেখাব কিভাবে বাংলালায়ন/কিউবি/ওলো মডেম দিয়ে আজীবন ফ্রি ইন্টারনেট চালাবেন। আমি তিন মাস হল এভাবে ইন্টারনেট চালাছি। আপনারা ও পারবেন। আর বকবক না করে কাজ শুরু করি। আপনার যা যা লাগবেঃ ১-একটি বাংলালায়ন/কিউবি/ওলো মডেম ২-একটি কম্পিটার এবার মুল কাজে যায় ঃ ১-প্রথমে এখানে যান ।

download করে আনজিপ করুন। তারপর এখানে যান । এখান থেকে ১টি একাউন্ট করেন। ২-তারপর আপনার মডেম টি কম্পিউটারে কানেক্ট করেন। আপনার মডেম টি পিসি কানেক্ট হলেই হবে, কোন পেকেজ থাকতে হবে না।

৩-আপনার download করা আনজিপ করা ফোল্ডারে দেখেন PD-launcher নামে একটি ফাইল আছে । PD-launcher ক্লিক করেন। ৪- yes চাইলে yes দেন। তারপর নিচের মত একটি উইন্ডো আসবে। ৫- সেখানে আপনি যে একাউন্ট করেছিলেন, তার উজারনেম ও পাসওয়াড দিয়ে কানেক্ট করেন।

৬-কানেক্ট হলে আপনি ইচ্ছা মত ইন্টারনেট ইউস করতে পারবেন। (বিঃদ্রাঃ ১টি একাউন্ট দিইয়া ১০০mb use করা যায়। আপনি যদি ১০ টি একাউন্ট করেন, তাহলে ১gb use করতে পারবেন। যত বেশি একাউন্ট তত বেশি use. আর একটি কথাঃ ১টি একাউন্ট দিয়ে ৯০mb use করার পর আর একটি একাউন্ট কানেক্ট করেন। যদি কোন কারনে ১০০mb use হয়ে যায়, তাহলে ঐ দিন আর কনেক্ট হবে না।

সাবধান। আর একটি কথা, আপনার মডেম টি আপনের পিসি তে আগে ইউস করা হতে হবে। যদি আগে ইউস না করে থাকেন বা ইউস করার পর যদি windows সেটআপ করে থাকেন তাহলে আপনি কানেক্ট করতে পারবেন না। সুতরাং আপনার মডেম এর মেয়াদ শেষ হওয়ার আগে আপনার পিসি ইউস করা থাকতে হবে। ) তারপর ও কোন সমস্যা হলে কমেন্ট করে জানান।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।