আমাদের কথা খুঁজে নিন

   

আমার শৈশব-কৈশরের পত্রিকা-২

লুৎফর রহমান রিটন সম্পাতিদ ছোটদের পত্রিকা আরেকটি অসাধারণ সুন্দর পত্রিকা ছিলো। প্রথম থেকেই বিখ্যাত সব লেখকদের লেখা নিয়ে প্রকাশিত হতে থাকে। ঝকঝকে ছাপা, চমৎকার অলংকরণ আর বাঁধাই। হুমায়ুন আহমেদের কালো যাদুকর ছাপা হত ধারাবাহিক। শিশু-কিশোরদের পত্রিকার সম্পাদকদের স্বাক্ষাৎকার ছাপা হত।

ছোটদের পত্রিকাগুলো চালাতে যে কত দুঃখ-কষ্টের মধ্য দিয়ে যেতে হয় সম্পাদকদের, তা এই স্বাক্ষাৎকারগুলোতে উঠে আসতো। ছোটদের পত্রিকার একটি ঢাউস ঈদ সংখ্যা প্রকাশিত হয়। বিখ্যাত লেখকদের লেখায় ঠাসা এই ঈদ সংখ্যাটিই মনে হয় বাংলাদেশে এ যাবৎ কালে প্রকাশিত শিশু-কিশোরদের জন্য প্রকাশিত প্রত্রিকাগুলোর মধ্যে সেরা। ছোটদের পত্রিকা প্রথম দিকে নিয়মিত প্রকাশিত হলেও পড়ে একসময় অনিয়মিত হয়ে পড়ে এবং এক সময় বন্ধ হয়ে যায়। সেলিমা সবিহ্ সম্পাদিত টইটুম্বর পত্রিকাটিও কিনতাম আমি ।

তবে পত্রিকাটি খুব বেশি ছোটদের জন্য বলে মনে হত। টইটুম্বরেও বাঁধাই ও ছাপা ছিলো খুবই সুন্দর। শিশু একাডেমির প্রত্রিকা হল শিশু। এটিও আমার সংগ্রহে আছে। শিশু মনে হয় এখনো প্রকাশিত হয়।

পত্রিকার দোকানে আগেও পাওয়া যেতো না। এখনো দেখি না। চট্টগ্রাম থেকে প্রকাশিত দুরন্ত পত্রিকাটিও আমার খুব প্রিয় ছিলো। রাশেদ রউফ ছিলেন এর সম্পাদক। এক রঙে ছাপা হলেও অনেক যত্ন নিয়ে প্রকাশিত হত।

আরেকটি পত্রিকা পেয়েছিলাম নাম রোদবৃষ্টি। চট্টগ্রাম থেকে আরেকটি পত্রিকা প্রকাশিত হয়েছিল প্রগতি নামে। আমার শৈশব-কৈশরের পত্রিকা-১ ছোটদের কাগজ দুরন্ত  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.