আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগারদের নিয়ে নৈশভোজ এবং সামু লীগের পুরষ্কার বিতরণী অনুষ্ঠান আগামী ১১ অক্টোবর সন্ধ্যা ৭টায়, স্থান: ব্লু লেগুন, বেগম রোকেয়া সরণী, আগারগাঁও (তালতলা), মিরপুর।

আসুন অন্যের বিচার করার আগে আয়নায় নিজের চেহারাটা দেখি। গত ২৬,০৯,২০১২ তারিখে অনুষ্ঠেয় সভায় সর্বসম্মতিক্রমে সকল প্রত্যক্ষ এবং পরোক্ষ বিষয়াদি পর্যালোচনাপূর্বক আমরা এই সিদ্ধান্তে উপনিত হয়েছি যে, আগামী ১১ই অক্টোবর, ২০১২ রোজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বেগম রোকেয়া সরণী, আগারগাঁও (তালতলা), মিরপুরে অবস্থিত ব্লু লেগুন রেস্তোরায় নৈশভোজ এবং সামু প্রিমিয়ার লীগের বিজয়ীদের নিয়ে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রাথমিকভাবে আমরা একটি পিকনিকের কথা ভাবলেও নানাবিধ বিষয়াদির কথা চিন্তা করে এবং অর্থের যথাযথ সংস্থাপন না হওয়ার আশঙ্খায় আমরা ঢাকার বাইরে আপাতত কোথাও ভ্রমনের চিন্তা করছিনা। তাই সভায় উপস্থিত সকল ব্লগার ঢাকার কোন রেস্তোরায় একটি নৈশভোজের এবং সামু প্রিমিয়ার লীগের বিজয়ীদের নিয়ে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান আয়োজনের প্রস্তাব দেন। এরই পরিপ্রেক্ষিতে আমরা উপরোক্ত ভ্যেনু এবং দিন তারিখ নির্ধারণ করি।

সভায় উপস্থিত সকল ব্লগারদের মতামতের ভিত্তিতেই এটি চুড়ান্তভাবে পৃহীত হয়েছে। তাই আগ্রহীগনদের আগামী ১১ই অক্টোবর, ২০১২ রোজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় ব্লু লেগুন রেস্তোরায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। এতোপূর্বে যারা যারা চাঁদা প্রদান করতে চেয়েছেন তাদেরকে অতি সত্তর প্রদত্ত ব্যাংক এ্যাকাউন্টে টাকা জমা দেওয়ার জন্য অনুরোধ করছি। চাঁদা জমা দেওয়ার শেষ তারিখ আগামী ৬ই অক্টোবর, ১২। আর সকলকে আগের মতো অনুরোধ করছি টাকা জমা দেওয়ার পরে ফোন বা ম্যাসেজ দিয়ে ব্লগার জনিকে আপনার নাম এবং টাকার পরিমান জানিয়ে দিবেন।

তা না হলে আপনার চাঁদা প্রদানের তথ্য সম্পর্কে আমরা অবগত হবনা। চাঁদার পরিমাণ ৫০০টাকা মাত্র। তবে যাদের সামর্থ বেশি তারা একটু বাড়িয়ে দিতে পারেন। আবার যাদের জন্য ৫০০টাকা দিতে সমস্যা হয়ে যায় তাদের জন্য বিশেষ বিবেচনা করা হবে। সকলের অবগতির জন্য জানাচ্ছি, আমাদের কোন স্পন্সর নেই।

তাই সামথ্যবানদের অনুরোধ করছি একটু বাড়িয়ে দেওয়ার জন্য, কেননা অনেক ছাত্র/বেকার ভাইদের কাছ থেকে আমরা নামমাত্র চাঁদা নিচ্ছি অথবা নিচ্ছিনা (যারা আগে নাম এন্ট্রি করেছেন)। এরমধ্যে যারা যারা নাম রেজিস্ট্রেশন করেছেন তাদের সবাইকে আজ ফোন করে তাদের মতামত নেওয়া হবে (সবাইকে ম্যাসেজ দেয়া হয়েছে)। আশা করছি আপনারা অনুষ্ঠান সম্পকৃত আপনাদের চুড়ান্ত মতামত প্রদান করে আমাদের সহযোগিতা করবেন। আর নতুনরা নিন্মে উল্লেখিথ ব্লগারদের সাথে যোগাযোগ করুন। অনুষ্ঠানটির সফলতা শতভাগ নির্ভর করছে আপনাদের আন্তরিক সহযোগিতার উপর।

আমরা আশাকরছি নৈশভোগের পাশাপাশি ব্লগারদের নিয়ে আয়োজিত একটি সঙ্গীত শো ও প্যাকেজ প্রোগ্রামের মাধ্যমে সামু প্রিমিয়ার লীগের বিজয়ীদের হাতে আকর্ষনীয় পুরষ্কার তুলে দিবো, যেখানে প্রত্যোক ব্লগাররা নিজস্ব বক্তব্য এবং যদি চান তাহলে গান, আবৃত্তি, অভিনয়ে অংশ নিতে পারবেন। আমরা সকলের জন্যই আকর্ষণীয় পুরষ্কারের ব্যবস্থা রাখার কথা চিন্তা করছি। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগঃ ব্লগার জনি ০১৬৭৩২৫৮০৫৯ ব্লগার সোহেল ০১৯৬১৫৪১৫৭৮ ব্লগার আমিনুর রহমান ০১৭৫৫৩০৬০২১ সকলের ব্লগিং এবং প্রাইভেসির কথা চিন্তা করে আমরা কারো সামু আইডি এবং ব্যাক্তিগত তথ্য প্রচার করবো না। তাই সকলে এই ব্যাপারে দ্বিধামুক্ত থাকতে পারেন। পরিশেষে, অনুষ্ঠান সম্পকৃত আপনাদের সকলের পজিটিভ মতামতের অপেক্ষায় শেষ করছি।

 ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.