আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশের বাজার চষে বেড়ানো বহুজাতিক প্রতিষ্ঠানগুলো

এস এম আরিফ মুক্তবাজার ব্যবস্থার ঊর্বর প্রয়োগক্ষেত্র উন্নয়নশীল বিশ্ব। বাংলাদেশের বাজারের দিকে খেয়াল করলেই বিষয়টি পরিষ্কার হয়ে যায়। বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর নগ্ন পদচারণা আমাদের জন্য বিশাল আশীর্বাদ স্বরূপ! কারণ বহুজাতিক প্রতিষ্ঠানগুলো সম্মিলিতভাবে কয়েক মিনিটের জন্যও যদি তাদের কার্যক্রম স্থগিত রাখে তাহলে আমাদের জীবন ব্যবস্থা স্থবির হয়ে যাবে। সমস্যা শুধু একটাই, আমাদের অক্ষমতার দরুণ বিশাল বাণিজ্যিক ভারসাম্যহীনতা। এর সাথে সম্পৃক্ত আমার পূর্বের পোস্টগুলো দেখতে চাইলে------- বিশ্বের সেরা ৫০০ ব্যবসায় সফল প্রতিষ্ঠানঃ দেশ ভিত্তিক অবস্থান এবং..........পর্ব-১ বাংলাদেশে আমেরিকান পণ্য/সেবা বা ব্যবসায় প্রতিষ্ঠানঃ যারা আমেরিকান পণ্য বর্জন করতে চান তাদের সাহায্যার্থে! ১।

জাপান- Nippon , Mitsubishi Corp, Honda Motor, Mitsui & Co, Canon, Toyota Motor, Sony, Nissan Motor, Panasonic, Hitachi, Toshiba, Suzuki Motor, Fujitsu, Fujifilm Holdings, Nikon, Olympus, Isuzu Motors, Yamaha Motor, Daiei(Retailing), NTT Dokomo(30% Share of Robi). ২। যুক্তরাষ্ট্র- Wal-Mart, Chevron, Coca-Cola, PepsiCo, Coca-Cola Enterprises, IBM, Microsoft, Apple, Oracle, Google, Dell, Intel, Yahoo, Motorola, Ford Motors, General Motors, Johnson & Johnson, Boeing, Lockheed Martin, Citigroup, MetLife, ALIco, NIKE, Colgate, Visa, MasterCard, SLM, Western Union, McDonald’s, KFC, FedEx, Whirlpool. ৩। ভারত- Reliance Industries(Oil & Gas), Tata Steel, DLF(Diversified Finance), Tata Motors, Mahindra & Mahindra(Consumers Durable), Hero Honda Motors, Airtel(70% Share of Airtel). ৪। ইংল্যান্ড- HSBC Holdings, BP, GlaxoSmithKline, British Airways, Unilever. ৫। ফ্রান্স- Total(Oil & Gas), Danone(Food & Drink ), Lafarge(Construction Elements). ৬।

সিঙ্গাপুর- Wilmar International(Food & Drink), Singtel(45% Share of Citycell). ৭। দক্ষিণ কোরিয়া- Samsung Electronic, Hyundai Motor, LG Corp. ৮। সুইডেন- TeliaSonera , Ericsson, Volvo Group, SKF Group, NCC Group. ৯। নরওয়ে- Telenor(55.80% Share of GrameenPhone). ১০। মালয়েশিয়া- Axiata Group(70% Share of Robi). ১১।

সংযুক্ত আরব আমিরাত- Warid Telecom(30% Share of Airtel). ১২। মিশর- Orascom Telecom(100% Share of Banglalink). ১৩। সুইজারল্যান্ড- Nestle, Novartis, Holcim. ১৫। ফিনল্যান্ড- Nokia, Nestle Oil. ১৬। জার্মানি- Siemens, Adidas. ১৭।

তাইওয়ান- Acer. ১৮। নেদারল্যান্ড- Unilever(Food & Drink). ১৯। রাশিয়া- Lukoil(Oil & Gas). ২০। মেক্সিকো- America Mobil. ২১। কানাডা- Thomson Reuters(Media). বিশ্বের সেরা ৫০০ ব্যবসায় সফল প্রতিষ্ঠানঃ দেশ ভিত্তিক অবস্থান এবং..........পর্ব-১ বাংলাদেশে আমেরিকান পণ্য/সেবা বা ব্যবসায় প্রতিষ্ঠানঃ যারা আমেরিকান পণ্য বর্জন করতে চান তাদের সাহায্যার্থে! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.