আমাদের কথা খুঁজে নিন

   

কৃষ্ণা চট্টোপাধ্যায় - অতুলপ্রসাদের গান

মরণ আমার ভালো লাগে কৃষ্ণা চট্টোপাধ্যায় (১ অক্টোবর, ১৯৩৫ – ২৩ মে, ২০০৯) হলেন বাংলা কাব্যগীতির জগতে এক প্রবাদপ্রতিম কণ্ঠশিল্পী ও ব্যক্তিত্ব। অতুলপ্রসাদ এবং দ্বিজেন্দ্রলালের গানে বিশেষ খ্যাতি ও জনপ্রিয়তা অর্জন করা এই শিল্পী রজনীকান্ত সেন, দিলীপকুমার রায়, হিমাংশু দত্তের গান তথা রবীন্দ্রসংগীত ও বাংলা আধুনিক গানেও সমান পারদর্শী ছিলেন। কৃষ্ণা চট্টোপাধ্যায়ের পারিবারিক আদিনিবাস ছিল পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কৃষ্ণনগরে। তবে তাঁর ছেলেবেলা কাটে কলকাতার পৈত্রিক বাড়িতে। পিতা হরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় ছিলেন সেযুগের বিশিষ্ট অতুলপ্রসাদী গায়ক।

অতুলপ্রসাদের গানে কৃষ্ণা চট্টোপাধ্যায়ের তালিম পিতার কাছেই। যদিও তাঁর প্রথম রেকর্ড ছিল দ্বিজেন্দ্রগীতির। ১৯৫৭ সালে প্রকাশিত এই গ্রামোফোন ডিস্কে এক পিঠে প্রকাশিত হয় দ্বিজেন্দ্রলালের ‘সে কেন দেখা দিল রে’ ও অপর পিঠে ‘মলয় আসিয়া কয়ে গেছে কানে’। কৃষ্ণা চট্টোপাধ্যায় দ্বিজেন্দ্রগীতির শিক্ষা পেয়েছিলেন দ্বিজেন্দ্রলালের পুত্র তথা তাঁর পিতৃবন্ধু দিলীপকুমার রায়ের কাছ থেকে; শাস্ত্রীয় সঙ্গীতে তালিম নেন কৃষ্ণধন বন্দ্যোপাধ্যায় ও ভীষ্মদেব চট্টোপাধ্যায়ের কাছে রবীন্দ্রসঙ্গীত শেখেন কণিকা বন্দ্যোপাধ্যায়ের কাছে (কণিকা বন্দ্যোপাধ্যায় আবার অতুলপ্রসাদী শিখেছিলেন কৃষ্ণার পিতা হরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের কাছে)। এছাড়া, কমল দাশগুপ্ত ও সলিল চৌধুরীর তালিমেও ডিস্কে গান গেয়েছিলেন কৃষ্ণা চট্টোপাধ্যায়।

২০০১ সালে গুরুতর হৃদরোগে আক্রান্ত হয়ে কৃষ্ণা চট্টোপাধ্যায় বাকশক্তি রহিত হন। এরপর প্রায় আটবছর রোগভোগের পর ২০০৯ সালের ২৩ মে, ৭৪ বছর বয়সে এই কিংবদন্তির শিল্পীর জীবনাবসান ঘটে। গীতিকবি, সুরকার ও শিল্পী অতুলপ্রসাদ সেন (১৮৭১-১৯৩৪) -এর জীবনী ও চয়নিকা গীতি সংকলন কৃষ্ণা চট্টোপাধ্যায় - অতুলপ্রসাদের গান - ২টি অ্যালবাম অ্যালবাম ১ - কৃষ্ণা চট্টোপাধ্যায় - কোয়েলা ডাকলো আবার ০১ ভাঙ্গা দেউলে মোর ০২ বল গো সজনী ০৩ আজি এ নিশি সখী ০৪ কে যেন আমারে বারে বারে ০৫ জল, বলে চল ০৬ আর কতকাল থাকব বসে ০৭ কে আবার বাজায় বাঁশী ০৮ কার লাগি সজল আঁখি ০৯ বঁধুয়া নিদ নাহি আঁখিপাতে ১০ আমার ঘুম-ভাঙানো চাঁদ ১১ এসো দুজনে খেলি হোলি ১২ পাগলা মনটারে তুই বাঁধ কোয়ালিটি - ১২৮ কেবিপিএস এমপি৩ ফাইল সাইজ - ৩৮ মেগাবাইটস ডাউনলোড - কৃষ্ণা চট্টোপাধ্যায় - কোয়েলা ডাকলো আবার অ্যালবাম ২ - কৃষ্ণা চট্টোপাধ্যায় - সবারে বাস রে ভালো ০১ ডাকে কোয়েলা বারে বারে ০২ আমার পরান কোথা যায় উড়ে ০৩ বঁধু ধরো ধরো মালা ০৪ একা মোর গানের তরী ভাসিয়েছিলেম ০৫ আমার চোখ বেঁধে ভবের খেলায় ০৬ ওগো আমার নবীন শাখি ০৭ আজ আমার শুন্য ঘরে ০৮ সবারে বাস রে ভালো ০৯ ওগো নিঠুর দরদী ১০ কি আর চাহিব বল ১১ বাদল ঝুম ঝুম বোলে ১২ ওগো ক্রন্দসী পথচারিণী ১৩ কে তুমি বসি নদীকুলে একেলা ১৪ কেন এলে মোর ঘরে ১৫ আমারে ভেঙে ভেঙে ১৬ কতো গান তো হল গাওয়া ১৭ হরি হে তুমি আমার সকল হবে কবে ১৮ প্রভাতে যারে নন্দে পাখি ১৯ ওহে নীরব এসো নীরবে কোয়ালিটি - ১২৮ কেবিপিএস এমপি৩ ফাইল সাইজ - ৫৭ মেগাবাইটস ডাউনলোড - কৃষ্ণা চট্টোপাধ্যায় - সবারে বাস রে ভালো  ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।