আমাদের কথা খুঁজে নিন

   

আমি তো আমারই আদলে বিপরীত

mail.aronno@gmail.com দীর্ঘ দিনের পর, শুয়ে আছি অর্থহীন আবেশে ভালবাসা অথবা ঘৃণার মতো রাত ঢেকে রাখছে ক্রমশঃ জমানো স্মৃতি এত যে আমি হয়ে উঠছি পর রাতের তারা, তোমরা কি জানো নিজেকে জ্বালাবার পর কোন সে নিঃসঙ্গতা আকাশকে করে তোলে সুন্দর প্রকৃতির দিকে চাইতে পারি না আর কেন না ভয় পেয়ে মন হয়ে উঠেছে শিকারী দূর, সে এক স্বর্গের রেলগাড়ি হৃদয়ের ঢাল বেয়ে প্রতিদিনই মিলিয়ে যায় বাতাসে যেভাবে এগিয়ে চলেছে পথ এইসব নুড়ি ও পাথর শব্দ করে অহেতুক আর গাঢ় হয়ে ওঠা রাতজাগা পাখিদের স্বর যেনবা আমরা শুনছি বলে ঘুমের অপবাদ ছুঁড়ে দিচ্ছে নিজেরই দিকে নিজেকে বলতে পারি না যাযাবর এমন স্বার্থপরতা নিয়ে যতই ছেড়ে আসি না কেন পুরোনো পালক, সুবর্ণ দিক স্বপ্ন থেকে নেমে এসে কেউ যখন ডাকে তাকিয়ে দেখি সেও আমার মতো আকাশবিলাসী এক নারী


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।