আমাদের কথা খুঁজে নিন

   

বদরগঞ্জে লাশের অ্যম্বুলেন্সে ডাকাতি, পুলিশ বরখাস্ত

দিনাজপুরের পার্বতীপুরের পার্শ্ববর্তী রংপুরের বদরগঞ্জ উপজেলায় পোশাককর্মী খাদিজার লাশবাহী অ্যাম্বুলেন্সে এ ডাকাতি হয়।
এ সময় তারা লাশ দাফনের জন্য সরকারের দেয়া নগদ ৩০ হাজার টাকাসহ স্বজনদের পাঁচটি মোবাইল ফোন সেট নিয়ে যায়।  
এ ঘটনায় শনিবার সন্ধ্যায় রংপুরের বদরগঞ্জ থানার পাঁচ পুলিশকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
নিহত খাদেজার স্বামী ইউনুছ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুই সন্তানের জননী খাদিজার লাশ উদ্ধার হয় শুক্রবার।
একইদিন তারা লাশ নিয়ে গ্রামের বাড়ি দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মন্মথপুর ইউনিয়নের তাজনগর গ্রামে রওয়ানা হন।


পথে পার্বতীপুর উপজেলার পাশের রংপুরের বদরগঞ্জ উপজেলাধীন এরশাদ ব্রিজের সামনে পৌঁছেন রাত ২টার দিকে।
এ সময় একদল ডাকাত লাশবাহী গাড়িটি আটকে অস্ত্রের ভয় দেখিয়ে দাফনের জন্য সরকারের দেয়া ৩০ হাজার টাকা ও তাদের হাতে থাকা পাঁচটি মোবাইল ফোন সেট নিয়ে যায়।
পরে টহল পুলিশ এলে তারা পালিয়ে যায়।
এ সময় ডাকাতদের প্রহারে লাশবাহী গাড়ির চালক গুরুতর আহত হওয়ায় বদরগঞ্জ থানা পুলিশ অন্য একটি গাড়িতে খাদিজার লাশ পার্বতীপুর পাঠায়।
শনিবার সকালে খাদিজার লাশ বাড়ি পৌঁছে বলে তার স্বামী জানান।


দাফনের টাকা ডাকাতি হওয়ায় স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ এলাকাবাসীর সহায়তায় দরিদ্র এই পোশাককর্মীর মরদেহ দাফন সম্পন্ন হয়।
খাদিজার পিতা আমির উদ্দিন বলেন, খাদিজা রানা প্লাজার নিউ ওয়েভ বটমস্ লিমিটেডে সুইং অপারেটর পদে চাকরি করতেন।
রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার রশিদুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দায়িত্বে অবহেলার অভিযোগে বদরগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক(এএসআই) দুলাল চন্দ্র এবং চার কনস্টেবলকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
এরপর তাদের জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।
বদরগঞ্জ থানার ওসি নুরুজ্জামান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ডাকাতি সময় ওই সড়কে টহল পুলিশের দায়িত্বে ছিলেন এএসআই দুলাল এবং চার কনস্টেবল।


ডাকাতির ঘটনায় থানায় মামলা হয়েছে বলেও তিনি জানান।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।