আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের ভালবাসা হেরে গেছে আজ

মৃত্তিকা,যন্ত্রের কাছে আমাদের ভালবাসা হেরে গেছে আজ হালের বলদ পুরুষ জনন লাঙল সেই আদিম কামুকতায় মেতে উঠেনা তোমার বুকে ঘরে ঘরে কেমিকেল মাখা হাইব্রীড বীজানু ফসল। তুমি আজ পোড়ো জমি সবুজ জমিন শাড়ি জ্বলে পুড়ে ছাই বিবর্ণ ধুসর মলিন নদী হারিয়েছে ঢেউ বৃষ্টির জলে বিষাক্ত এসিড দুধের অভাবে শুস্ক স্তন এই সব দেখে কেঁদে উঠি তুমি আমি কেউ। পোড়া মরিচের সেই ঝাঝ মাখা স্বাদ ইলিশ ভাজার ঘ্রান পাড়াময় বাতাসের ডানায় বেড়ানো মিশে গিয়ে আমন্ত্রণ করেনা প্রতি ঘরে ঘরে ইলিশের মওসুমে সেই বেদনায় আমাদের প্রেম কাঁদে নীল হয়ে গিয়ে। রাসায়নিক বীর্যে তোমার গর্ভ বেলুনের মত স্ফীত চুম্বন বৃষ্টিতে ভালবাসার চিহ্ন আঁকা এইসব ইতিহাস জন্মের রহস্য টিউবে টিউবে তোমার ঘোমটা খুলে দেখি তুমি নেই ঘোর ফাঁকা। মহাগজ নিশ্চিহ্ন প্রত্নতাত্বিক বিষয় আশয় তেলা পোকা টিকে রবে পৃথিবীতে করবে শাসন মানুষের মগজে খুনের নেশা মনের ভেতরে বারুদের স্তূপ বোমা দখল করেছে ভালবাসার আসন। কাঁচের সবুজ ঘরে আত্মারা খুঁজে ফিরে মুক্তির পথ ওজোনের স্তর ফুটো বাতাসে মরন ফাঁদ শরীরে ঘুমিয়ে আছে অতিবেগুনী রশ্মি ক্যান্সার সোনা দ্বীপ জলে ডুবে যায় ঘরে ঘরে তাই প্রতিবাদ। মৃত্তিকা আজ তুমি রক্তাক্ত ক্লান্ত তোমার বুকের মাঝে আছড়ে আছড়ে পড়ে সাহারা মরুর ঢেউ বালু ঝড়ে ঢেকে গেছে জীবনের সব পথ ঘাট বিদেশি কুকুর দেশের ভেতর করে ঘেউ ঘেউ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.