আমাদের কথা খুঁজে নিন

   

ইহুদিদের ‘অসভ্য’ বললেন আহমাদিনেজাদ

আমি একজন পর্যটন কর্মী। বেড়াতে, বেড়ানোর উৎসাহ দিতে এবং বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি। প্রথম আলো অনলাইনের সৌজন্যে ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ গতকাল বুধবার বলেছেন, ‘অসভ্য ইহুদি’দের কাছ থেকে তাঁর দেশ ক্রমাগত সামরিক হামলার হুমকি পাচ্ছে। পশ্চিমা শক্তিকে ‘শয়তান’ আখ্যা দিয়ে তাদের আধিপত্যমুক্ত একটি বিশ্ব গড়ারও আহ্বান জানিয়েছেন তিনি। গতকাল বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণে ইরানের প্রেসিডেন্ট এসব কথা বলেন।

রয়টার্সের খবরে এ কথা জানানো হয়। এটা ছিল জাতিসংঘের সাধারণ পরিষদে আহমাদিনেজাদের অষ্টম ভাষণ। তিনি তাঁর ভাষণে নৈতিকতার পরিবর্তে লোভ দ্বারা পরিচালিত একটি মলিন বিশ্বের চিত্র তুলে ধরেছেন। বিশ্বের বর্তমান পরিস্থিতিকে ইতিহাসের সবচেয়ে তিক্ত অধ্যায় বলে উল্লেখ করেন ইরানের প্রেসিডেন্ট। তিনি বলেন, এটা হচ্ছে মূলত বিশ্ব নেতৃত্বের ভুল ব্যবস্থাপনার ফল।

আহমাদিনেজাদ অভিযোগ করেন, রাষ্ট্রগুলো আধিপত্যের এক নতুন যুগ গ্রহণ করতে বাধ্য হচ্ছে। এর উদাহরণ হিসেবে ইসরায়েলকে ইঙ্গিত তিনি করে বলেন, অসভ্য ইহুদিরা ইরানে সামরিক হামলা চালানোর অব্যাহত হুমকি দিয়ে আসছে। ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও কানাডা আহমাদিনেজাদের ভাষণ বর্জন করেছে। আজ বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণ দেওয়ার কথা রয়েছে। আহমাদিনেজাদের বক্তব্যের কড়া জবাব দেবেন বলে গতকাল বুধবার জানিয়েছেন তিনি।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।